বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলামুলাদীতে দাফনের ৪ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

মুলাদীতে দাফনের ৪ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

বাংলাদেশ প্রতিবেদক: মুলাদীতে লাশ দাফনের চার মাস পর ময়না তদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। হত্যার অভিযোগে পিতার দায়েরকৃত মামলার ভিত্তিতে গতকাল রবিবার সকাল ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দড়িচর লক্ষীপুর গ্রামের নজরুল ইসলাম শরীফের মেয়ে নুরজাহান বেগম (১২) এর লাশ উত্তোলন করা হয়। নূরজাহান বেগমের মৃত্যুর পর ২ মে দাফন করা হয়েছিল। জানাগেছে নজরুল ইসলাম শরীফের স্ত্রী অন্যত্র চলে যাওয়ায় তার মেয়ে নুরজাহান বেগম দাদী রহিমা বেগমের কাছে থেকে লেখাপড়া করত। গত ২ মেয়ে নুরজাহান মারাগেলে তার দাদী তরিগরি করে দাফন করেন এবং ৭/৮ দিন পরে মোবাইল ফোনে নজরুল ইসলাম শরীফকে মেয়ের মৃত্যুর সংবাদ দেয়। এতে নজরুল ইসলাম-এর সন্দেহ হলে সে বাড়ি আসে এবং গত ১৫ জুলাই মেয়ে হত্যার অভিযোগ এনে পাশর্^বর্তি বাড়ির একই পরিবারের হৃদয় ওরফে বাবুল সরদার, বেল্লাল সরদার ও জিয়াসমিন বেগমের বিরুদ্ধে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে আদালত মুলাদী থানা অফিসার ইনচার্জকে মামলা এফআইআর করার জন্য নির্দেশ দেন। মুলাদী থানার অফিসার ইনচার্জ গত ২৯ জুলাই মামলা রুজু করে পুলিশ পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমানকে তদন্তের নির্দেশ দেন। তদন্তকারী কর্মকর্তা আদালতের অনুমতি নিয়ে গতকাল ৬ সেপ্টেম্বর লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য প্রেরন করেন। লাশ উত্তোলনের সময় মুলাদী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাহনুর জামানা, মেডেকেল অফিসার ডাঃ মাসুম বিল্লাহ, মুলাদী ইউনিয়ন চেয়ারম্যান কামরুল আহসান উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments