শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারংপুরে ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে স্কুল শিক্ষিকাকে ধর্ষণের মামলা, নেতাকর্মীরা পক্ষ-বিপক্ষ নিয়ে বিভক্ত

রংপুরে ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে স্কুল শিক্ষিকাকে ধর্ষণের মামলা, নেতাকর্মীরা পক্ষ-বিপক্ষ নিয়ে বিভক্ত

জয়নাল আবেদীন: রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনির বিরুদ্ধে স্কুল শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে মামলার ঘটনায় রংপুরে ছাত্রলীগের নেতাকর্মীরা তার পক্ষ- বিপক্ষ নিয়ে দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। রনির সমর্থকরা শনিবার রাতে ও রবিবার দুপুরে দু দফা মেট্রোপলিটান পুলিশের কোতয়ালি থানা ঘেরাও করে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করে। তারা প্রায় এক ঘণ্টা অবস্থান করে তারা চলে যায়।এদিকে, মামলা দায়েরের ২৪ ঘণ্টা পরও প্রধান আসামি রনিকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদসহ কোনও পুলিশ কর্মকর্তাই মন্তব্য করতে রাজি হননি।অপরদিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান কানন বলেছেন, ‘যেহেতু ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে, তাই তদন্ত সাপেক্ষে আইনগতভাবেই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এতে আমাদের কিছুই বলার নেই।’ সমর্থকদের থানা ঘেরাও প্রসঙ্গে তিনি বলেন, ‘রংপুর ছাত্রলীগ এর দায় নেবে না।’অন্যদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে রংপুর জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মাঝে মতবিরোধ দেখা দিয়েছে। একটি অংশ চাচ্ছে, রনি অপরাধ করে থাকলে তার বিচার হোক। আবার কেউ কেউ রনির পক্ষে অবস্থান নিলেও তাদের কোনও তৎপরতা লক্ষ করা যায়নি।এ ঘটনায় শনিবার বিকালে ছাত্রলীগের জেলা সভাপতি রনি ও তার তিন সহযোগীর বিরুদ্ধে কোতয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন ধর্ষণের শিকার ওই স্কুল শিক্ষিকা। মামলা রেকর্ড করার পর পরই তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পুলিশি হেফজাতে নেওয়া হয়। কিন্তু মামলা করার খবরটি জানাজানি হলে জেলা আওয়ামী লীগের দু- তিন জন নেতা থানায় আসেন। এ সময় রনির সমর্থক অর্ধ শতাধিক নেতাকর্মী থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তারা মামলাটিকে মিথ্যা দাবি করে প্রত্যাহারের দাবি জানান। একইভাবে রবিবার দুপুর পৌনে ২টার দিকে আবারও জেলা ছাত্র লীগের যুগ্মসম্পাদক জিয়নের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী কোতয়ালি থানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে রনির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ ব্যাপারে জিয়ন সাংবাদিকদের জানান, মেয়ে ঘটিত একটি ঘটনায় ছাত্রলীগের সভাপতি রনির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরাও একটি অভিযোগ দিয়েছিলাম, সেটা নিয়ে কোনও ব্যবস্থা না নেওয়ায় আমরা বিক্ষোভ করছি।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments