সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মৎস্য বিভাগ থেকে অভিযান চালিয়ে আটক অবৈধ বিভিন্ন জাল এবং উন্মুক্ত জলাশয় থেকে বাঁশের বানা উচ্ছেদ ও ধ্বংস করে দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল দশটায় পৌর শহরের শ্যামলীপাড়ায় জাল ব্যবসায়ী তুলসী বর্মনের দোকান ও গোডাউনে মৎস্য বিভাগ থেকে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ প্রায় ১ হাজার ৫শ মিটার অবৈধ কারেন্ট জাল আটক করা হয়। এ জালের আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ বায়েজিদ আলম এ অভিযান চালান। এ সময় জাল ব্যবসায়ী তুলসী বর্মন পালিয়ে যান। পরে আটককৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়। এদিকে গতকাল বৃস্পতিবার উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ বায়েজিদ আলম দিনভর বাঙ্গালা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যার পানিতে প্লাবন ভুমি থেকে কারেন্ট জাল, বাদাই জাল ও বাঁশের বানা উচ্ছেদ করে দেন। বনমালী প্রতাপ বিনায়েকপুর এলাকায় মৎস্য বিভাগ থেকে এ অভিযান চালানো হয়। অভিযান শেষে আটক জাল ও বাঁশের বানা ধ্বংস করে দেয়া হয়। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ বায়েজিদ আলম জানান, বিক্রয় নিষিদ্ধ কারেন্ট জাল এবং উন্মুক্ত জলাশয়ে বাঁশের বানার বেড়াসহ সব ধরনের জাল আটক ও ধ্বংসের অভিযান অব্যহত থাকবে।