তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরে গোপন সংবাদ পেয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মধ্য রাতে সদর উপজেলার দক্ষিন হামছাদি ইউপির গঙ্গাপুর জমাদার বাড়ীর সামনে বিক্রি করার সময় আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে আটক দুই ব্যবসায়ীকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত মোঃ ইসমাইল পুর্ব মহাদেবপুর গ্রামের মৃত রাহাত উল্লাহ মিয়ার ছেলে ও মোঃ দুলাল হোসেন একই এলাকার তাজল ইসলামের ছেলে।
পুলিশ জানান, দীর্ঘদিন ধরে ইসমাইল ও দুলাল মাদক ব্যবসার সাথে জড়িত ও জেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা কয়েকবার গ্রেপ্তার হয়ে কারাভোগ করলেও জামিনে বের হয়ে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদ পেয়ে গঙ্গাপুর জমাদার বাড়ীর সামনে ইয়বার বিক্রির সময় ডিবির ওসির নের্তৃত্ত্বে তাদের দুইজনকে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। এসময় অন্যরা পালিয়ে যায়।
লক্ষ্মীপুর ডিবি পুলিশের ওসি একে ফজলুল হক বলেন, দুই মাদক ব্যবসায়ী ইসমাইল ও দুলালকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রতিদিনই মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।।