বাংলাদেশ প্রতিবেদক: নরসিংদীর শিবপুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও বাড়িওয়ালাসহ ৩ জনকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
নিহতরা হলেন- বাদল মিয়ার স্ত্রী নামজা বেগম, বাড়িওয়ালা তাজুল ইসলাম ও প্রতিবেশী মনোয়ারা বেগম। তারা একই এলাকার বাসিন্দা।
আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে শিবপুরের কুমড়াদি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক বাদল মিয়াকে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে শিবপুর থানার ওসি মোল্লা আজিজুল রহমান জানান, ভোরে বাদল মিয়া ও তার স্ত্রী নামজার মধ্যে ঝগড়া চলছিল। হইচই শব্দ শুনে বাড়িওয়ালা ও আশপাশের লোকজন এগিয়ে আসেন। তারা ঘরের ভেতরে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় নাজমা বেগমের নিথর দেহ পড়ে আছে। এ সময় স্থানীয়রা বাদলকে শান্ত করতে চাইলে সে দা দিয়ে বাড়িওয়ালা তাজুল ইসলাম ও মনোয়ারা বেগমকে এলোপাতাড়ি কোপাতে থাকে।
গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আরেকজনকে ঢাকায় পাঠানো হলে পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় বাদলকে আটক করেছে পুলিশ।