আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে বন্যার পানি কমতে শুরু করায় যমুনার পূর্ব পাড়ে আবারও ভাঙন শুরু হয়েছে। উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভালকুটিয়া, খানুরবাড়ী, কষ্টাপাড়া গ্রামে এ ভাঙন শুরু হয়েছে। এতে হুমকির মুখে বেশ কয়েকটি মসজিদ, প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়, মন্দিরসহ শত শত বসতিসহ পাকা-আধা পাকা ঘরবাড়ি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হঠাৎ আকস্মিক ভালকুটিয়া জামে মসজিদের সামনে ভাঙন শুরু হয় । পরে শুক্রবার থেকে এলাকাবাসীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে প্লাস্টিকের বস্তায় মাটি ভরাট করে নদীর তীর রক্ষার চেষ্টা চলছে। স্থানীয় রফিক ভূঞা জানান, নদীতে পানি কমার সাথে সাথে হঠাৎ ভালকুটিয়া মসজিদের সামনে নতুন করে ভাঙন শুরু হয়। এ সময় সরকারি ভাবে তীর রক্ষার কোন উদ্যোগ না নেয়ায় এলাকাবাসীর নিজেদের তহবিল ও স্বেচ্ছাশ্রম দিয়ে এ কাজ করা হয়। করোনাকালীন সময়ে এমনিতেই আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন তারা। এর মধ্যে শুরু হয়েছে নতুন করে নদী ভাঙন। স্থানীয়দের অভিযোগ,বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা ও পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গন রোধে বাঁধ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তার বাস্তবায়ন দেখছে না ভাঙনকবলিত এলাকাবাসি। স্থানিয়রা আরো জানায়, তাদের এলাকায় প্রভাবশালী কোন জনপ্রতিনিধি না থাকায় এমন দুর্ভোগে পোহাতে হচ্ছে। মূলত টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের অবহেলার কারনে নদীতে বিলিন হওয়ার পথে এই জনপথটি । ভাঙ্গন কবলিত এলাকাবাসীর দাবি, দ্রুত নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মান করা হোক। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ছোট মনির বলেন, অল্পে সময়ের মধ্যেই ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ভাঙনের বিষয়টি শুনেছি, অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, যমুনা নদীটি গোবিন্দাসী থেকে ৪-৫ কি.মি. দূরে ছিল। দীর্ঘ দিন যাবৎ নদী ভাঙ্গন ও নদীর গতিপথ পরিবর্তন, নদী ড্রেজিং না করার কারনে পুরোনো এই জনপদ বিলুপ্তির পথে। কয়েক দিনের ভাঙ্গনে হুমকির মুখে মসজিদ, মন্দির, প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, সহ শত শত পাকা-আধা পাকা ঘর -বাড়ি।