আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বঙ্গবন্ধু সেতু পূর্ব পাশে হাতিয়া নামকস্থানে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন কাভারভ্যান ও পিকআপের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে পিকআপের ড্রাইভার নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে সাত টার সময় এ দূর্ঘটনা ঘটে।সোয়া একঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর ট্রেনচলাচল স্বাাভাবিক হয়েছে॥ বঙ্গবন্ধু সেতু স্টেশনের ট্রাফিক ইন্সপেক্টর ইফতেখার রোকন জানায়,সকাল সাড়ে সাত টার সময় একটি কাভারভ্যান পিকআপের সংঘর্ষ হয়।এতে কাভারভ্যান রেল লাইনের উপর উঠে গেলে সিরাজগঞ্জ এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপের ড্রাইভার (অজ্ঞাত) মারা যায়।দূর্ঘটনার কিছুক্ষন পর রেল লাইন হতে কাভারভ্যান টি সরিয়ে নিলে ট্রেনটি ঢাকার উদ্দ্যেশে ছেড়ে যায়। সোয়া এক ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।