শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪
Homeসারাবাংলাঈশ্বরদীতে লাউ ক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের রহস্যজনক মৃত্যু

ঈশ্বরদীতে লাউ ক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের রহস্যজনক মৃত্যু

স্বপন কুমার কুন্ডু: লাউ ক্ষেত পাহারা দিতে গিয়ে রফিকুল ইসলাম (৩৫) নামের এক কৃষকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে ঈশ্বরদী-পাবনা রেললাইনের কালিকাপুর রেলগেট এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করেছে রেলপুলিশ।
রফিকুল ইসলাম উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের মোজাহার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল কালিকাপুরে রেললাইনের পার্শ্ববর্তী এক ব্যক্তির ক্ষেত বর্গা নিয়ে চাষাবাদ করতেন। কিছুদিন আগে তিনি ওই জমিতে লাউয়ের চাষ করছিলেন। প্রায় রাতে লাউ চুরি হওয়ায় তিনি রাত জেগে লাউ ক্ষেত পাহারা দিতেন।
প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে রফিকুল একাই লাউ ক্ষেত পাহারা দিতে যান। শুক্রবার দুপুরের দিকে ঈশ্বরদী- ঢালারচর রেললাইনের ওপর থেকে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা ঈশ্বরদী থানায় খবর দেয়। ঈশ্বরদী থানা বিষয়টি রেলপুলিশকে জানালে তারা বিকেলের দিকে লাশ উদ্ধার করে। মৃতদেহের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে।

এলাকাবাসীর ধারণা, রাতে ক্লান্ত হয়ে রফিকুল হয়তো রেললাইনের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলেন। রাত সাড়ে ১০টায় ঈশ্বরদী- পাবনা- ঢালারচর অভিমুখে ট্রেনে কাটা পড়ে তিনি মারা যেতে পারেন। অথবা শত্রুতাবশত: কেউ রফিকুলকে কেউ মেরে লাশ রেললাইনের ওপর ফেলে রাখতে পারে। পরে ওই লাইনে তিনি ট্রেনে কাটা পড়েন।

ঈশ্বরদী থানার ওসি সেখ নাসীর উদ্দিন জানান, খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশও সেখানে যায়। কিন্তু ঘটনাস্থলটি রেলপুলিশের আওতাধীন। তারা লাশ উদ্ধার করেছে। তবে ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments