কামাল সিদ্দিকী: প্রতিবন্ধী নারী-পুরুষের নেতৃত্ব বিকাশ ও দল উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রতীক মহিলা ও শিশু সংস্থা’র আয়োজনে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন ও কমনওয়েলথ ফাউন্ডেশন এর সহযোগিতায় স্বাস্থ্য সুরক্ষা নির্দেশনা মেনে ৬ থেকে ৮ অক্টোবর তিনব্যাপী সদর উপজেলার হিমাইতপুর ইউনিয়ন প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সহায়ক দল এবং দোগাছী ইউনিয়ন প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সহায়ক ৩৬ জন প্রতিবন্ধী সদস্যকে নেতৃত্ব বিকাশ ও দল উন্নয়ন বিষয়ক দু’টি প্রশিক্ষণ প্রদান করা হয়। তিনদিন মেয়াদী প্রশিক্ষণ দুটিতে প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সহায়ক দল পরিচালনার কৌশল, প্রয়োজনীয়তা, দলে প্রতিবন্ধী ব্যক্তিদের করণীয়, কোভিড-১৯ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের রক্ষার জন্য স্ব- সহায়ক দলের নেতাদের ভুমিকা, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন- ২০১৩ তে উল্লেখিত অধিকারসমূহ বাস্তবায়নের উপায়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষণ দুটিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন সায়মা ইসলমা কথা এবং মোছাঃ সরলী খাতুন। প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার নির্বাহী পরিচালক এস এম সাইফুর রহমান।