বাংলাদেশ প্রতিবেদক: হেলথ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০১৯ পেয়েছে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতাল ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবায় রোগীদের সন্তোষের ভিত্তিতে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজনে প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁও এ অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে কমিউনিটি স্বাস্থ্য সেবা বিভাগে দেশের সেরা ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে হেলথ মিনিস্টারস ন্যাশনাল অ্যাওয়ার্ড পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: সাইয়েদুর রহমান হাসপাতালের পক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপির কাছ থেকে সনদ ও হেলথ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড পুরস্কার গ্রহণ করেন। জানাগেছে, হাসপাতালের ব্যবস্থাপনা, চিকিৎসা সেবায় রোগীদের সন্তুষ্টি, মেডিকেল অফিসার, ও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, নার্সিং অফিসার, স্বাস্থ্যকর্মীসহ কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, নিয়মশৃঙ্খলা, পরিস্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন দিক বিবেচনায় মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়। গত ৭ ও ৮ অক্টোবর প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে কোভিড-১৯ মহামারীতে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবাবিষয়ক কর্মশালা এবং স্বাস্থ্যমন্ত্রীর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়। এ কর্মশালায় দেশের বিভিন্ন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাননীয় স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক এমপি। বিশেষ অতিথি ছিলেন, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নুর, স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের এ, এইচ, এম এনায়েত হোসেন, ডাব্লিউ.এইচ.এ-এর প্রতিনিধি বর্ধন জায়ং বানা ও পরিবার পরিকল্পনার মহাপরিচালক। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. সাইয়েদুর রহমান জানান, যে কোন পুরস্কার প্রাপ্তি কাজের স্বীকৃতি হিসেবে অনুপ্রেরণা জোগায়। বরিশাল বিভাগীয় পরিচালকের সুযোগ্য নেতৃত্বে ও সিভিল সার্জন মহোদয়ের দক্ষ তদারকির এবং হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সহযোগীতা এ পুরস্কার প্রাপ্তি সম্ভব হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, পূর্বে নানান অব্যবস্থাপনা এবং ডাক্তার অপ্রতুলতার কারণে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হলেও বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সাইয়েদুর রহমান দায়িত্ব গ্রহণ করার পর হাসপাতালে স্বাস্থ্য সেবার পটপরিবর্তন হতে থাকে। তার সার্বক্ষণিক উপস্থিতি, উৎসাহ এবং দক্ষ প্রশাসনিক পরিচালনা হাসপাতালের স্বাস্থ্যসেবার পরিবেশ ফিরে এসেছে। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীগণ জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছে। এমনকি কোভিড-১৯ সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়েও আইসোলেশনে ও কোভিড আক্রান্ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। উল্লেখ্য মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার-পরিচ্ছন্ন ও রোগীদের উন্নত সেবা প্রদান করায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইয়েদুর রহমান জনপ্রশাসন পদক ‘কাইযেন-২০১৭’ লাভ করেছিলেন। মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হেলথ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০১৯ অর্জন করায় উপজেলার সাধারণ মানুষ স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সাইয়েদুর রহমানসহ সকল ডাক্তার, নার্স ও কর্মকর্তা কর্মচারীদের অভিনন্দন জানিয়েছেন।