বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাঈশ্বরদীতে ৪০ দিনের শিশু হৃদরোগে আক্রান্ত, দরিদ্র বাবার সহায়তার আবেদন

ঈশ্বরদীতে ৪০ দিনের শিশু হৃদরোগে আক্রান্ত, দরিদ্র বাবার সহায়তার আবেদন

স্বপন কুমার কুন্ডু: হৃদরোগে আক্রান্ত হয়ে ঈশ্বরদীতে ৪০ দিনের শিশু মৃত্যুর প্রহন গুণছে। শিশুটির চিকিৎসায় বাবা ও মা সাংবাদিকদের মাধ্যমে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।
ঈশ্বরদী পৌর এলাকার অরণখোলার শিশুর দরিদ্র বাবা হুমায়ন কবীর শনিবার প্রেসক্লাবে এসে সাংবাদিকদের জানান, তাঁর স্ত্রী রূপা খাতুনের গর্ভে গত ২২ সেপ্টেম্বর রিদওয়ান কবির রিফাত নামে তাঁর একটি পুত্র সন্তান জন্মগ্রহন করেছে। জন্মগতভাবে রিফাত হৃদরোগে আক্রান্ত। ডাক্তার বলেছেন উন্নত চিকিৎসা পেলে শিশুটি সুস্থ হয়ে উঠতে পারে। চিকিৎসার ব্যয় নির্বাহ করতে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। কিন্তু দারিদ্রতার কারণে প্রায় ৫ লক্ষাধিক টাকা ব্যয় করার মতো তাঁর আর্থিক সামর্থ্য নেই। এজন্য অসহায় বাবা সমাজের দানশীল ব্যক্তিদের নিকট আর্থিক সহযোগিতা কামনা করেছেন। সহায়তা দানের জন্য ০১৭১৮-৭৮৭০৫১ নম্বর মোবাইলে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments