বুধবার, এপ্রিল ১৭, ২০২৪
Homeসারাবাংলাঈশ্বরদী রেল পুলিশের কনস্টেবলের ট্রাঙ্কে পাওয়া গেলো ফেনসিডিল

ঈশ্বরদী রেল পুলিশের কনস্টেবলের ট্রাঙ্কে পাওয়া গেলো ফেনসিডিল

স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশ ব্যারাকে অবস্থানরত নাইম নামে এক কনস্টেবলের ট্রাঙ্ক থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে। এ ঘটনায় ওই কনস্টেবলকে গ্রেপ্তার করে শুক্রবার পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে। পাকশি রেলওয়ে জেলা পুলিশের পুলিশ সুপার সাহাবউদ্দীন কনেষ্টবল নাঈমকে তার ব্যাক্তিগত ট্রাঙ্কে পাওয়া ফেন্সিডিলের ব্যাপারে জিজ্ঞেস করলে কনস্টেবল নাঈম স্বীকার করে। ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি গোপাল চন্দ্র দাস শনিবার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ব্যাপারে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর ২। তারিখ ৬/১১/২০২০।
ঈশ্বরদী রেলওয়ে থানার একাধিক পুলিশ সদস্য জানান, গত বুধবার রাজশাহী থেকে ঢালারচর অভিমুখী ঢালার চর এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ২৬৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ফেনসিডিলের মধ্যে ২৫ বোতল ফেনসিডিল পুলিশের গাড়ি থেকে গোপনে সরিয়ে নিজের ট্রাঙ্কে রাখার সময় ঘটনাটি ব্যারাকে থাকা অন্য এক কনস্টেবলের চোখে পড়ে। ঘটনাটি রেলওয়ে জেলা পাকশীর পুলিশ সুপার শাহাব উদ্দিনকে সঙ্গে সঙ্গে অবহিত করেন তিনি। ঘটনা শুনে তাৎণিকভাবে অতিরিক্ত পুলিশ সুপারকে ঘটনাটি তদন্ত করার নির্দেশ দেন তিনি। পরে অতিরিক্ত পুলিশ সুপার নাইমসহ পুলিশ সদস্যরা ব্যারাকে গিয়ে কনস্টেবল নাইমের ট্রাঙ্ক থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার ও তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সুপার শাহাব উদ্দিনকে মুঠোফোনে প্রশ্ন করলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স, ফলে মাদক ব্যবসার সঙ্গে কোন পুলিশ সদস্য জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments