শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলারাজাপুরে ঢাকার ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাজাপুরে ঢাকার ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

রেজাউল ইসলাম পলাশ: ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের আদর্শপাড়া এলাকা থেকে মো. আজিজুল হক (৩৮) নামে ঢাকার এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ। আজ শুক্রবার সকাল ৯ টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হাজী মঞ্জিল নামে একটি বাড়ির সামনে থেকে মরদেহটি উদ্ধার করে রাজাপুর থানা পুলিশ। পুলিশ জানায়, নিহত ব্যক্তির বিষয়ে স্থানীয়রা কোনো তথ্য জানাতে পারছেন না। তবে তার সাথে পাওয়া জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, তার নাম মো. আজিজুল হক, পিতা মো. আবুল কালাম আজাদ। রাজধানীর নিউ মার্কেট থানাধীন এ্যলিফেন্ট রোডে তার বাসা। এ ছাড়া তার পকেটে একটি পরিবহনের টিকেট পাওয়া গেছে। যাতে অনুমান করা হচ্ছে , তিনি গতরাতে ঢাকা থেকে রাজাপুরে এসেছেন। স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে আটটার দিকে আদর্শপাড়া এলাকার তিনতলা ভবন হাজী মঞ্চিলের ছাদ থেকে ভারি কিছু নিচে পড়ার শব্দ পাওয়া যায়। পরে প্রতিবেশীরা ওই ব্যক্তির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তবে ওই ব্যক্তি কীভাবে হাজী মঞ্জিলের ছাদে গেলেন, তিনি নিজে লাফিয়ে পড়েছেন নাকি তাঁকে কেউ ফেলে দিয়েছে- এসব বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু জানাতে পারেননি। ঐ ভবনের ছাদ সংলগ্ন একটি রুমে স্থানীয় একটি বিদ্যালয়ের একজন ব্যসেলর শিক্ষিকা ভাড়া থাকেন। ঐ শিক্ষিকাকে ঘটনার পর থেকে বাসায় পাওয়া যায়নি। তবে ঘটনার পর মৃতদের কাছে ঐ শিক্ষিকার পিতাকে দেখা গেছে বলে জানান এ ভবনের নিচতলায় থাকে ভাড়াটিয়া। মৃত আজিজুলের পায়ের জুতা ঐ ভবনের ছাদে রয়েছে। তবে ঘটনাস্থল জড়ো হওয়া এলাবাসী জানান নিহত আজিজুলকে এর আগে কেউ কোনদিন এই এলাকায় দেখেননি। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আশপাশের লোকজনের সাথে কথা বলে বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে। নিহত ব্যক্তির স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে এবং তদন্ত করে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments