বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ার যুদ্ধকালীন কমান্ডার নিজাম উদ্দিনের ১ম মৃত্যু বার্ষিকী

সাঁথিয়ার যুদ্ধকালীন কমান্ডার নিজাম উদ্দিনের ১ম মৃত্যু বার্ষিকী

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ার যুদ্ধকালীন কমান্ডার আলহাজ¦ নিজাম উদ্দিনের ১ম মৃত্যু বার্ষিকী ৭ডিসেম্বর। ছাত্রজীবন থেকেই তার রাজনীতিতে হাতে খড়ি। ১৯৬৯সালে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারী ডিগ্রি কলেজের দু’বার ভিপি নির্বাচিত হন। তখন থেকেই ছাত্রলীগের সক্রীয় সদস্য। ১৯৭১ সালের ২৭মার্চ তার নেতৃত্বে সাঁথিয়ায় সর্ব প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মুক্তিযুদ্ধের সময় ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে এসে তিনি সাঁথিয়ায় মুক্তিযোদ্ধাদের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। বেশ কয়েকটি সম্মুখ যুদ্ধে অংশ নেন। নির্বাচিত হয়ে তিনি তিনবার ১৯৮৫,১৯৯০ ও ২০০৯সালে সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তার বড়ছেলে নাজমুস সাদাত বাংলাদেশ সেনাবাহিনীর লেঃ কর্ণেল হিসেবে ও ছোটছেলে মোহাঃ নবীনওয়াজ লালমনির হাটের সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত আছেন। তার ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাঁথিয়া মুক্তিযোদ্ধা সংসদ ও সাঁথিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments