বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাকুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও ভাস্কর্য নির্মাণে বিরোধীতার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও ভাস্কর্য নির্মাণে বিরোধীতার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল

জয়নাল আবেদীন: কুষ্টিয়ায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর ও ভাস্কর্য নির্মাণে বিরোধীতার প্রতিবাদে রোববার দুপুরে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ,মহানগর, আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ মহিলালীগসহ অঙ্গ সংগঠন। সমাবেশে মাওলানা মামুনুল রংপুরে এলে তাকে প্রতিহত ও অবাঞ্ছিত ঘোষণা করা হয়। দুপুরে নগরীর বেতপট্টিস্থ আওয়ামী লীগ কার্যালয় থেকে বিরাট বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘরে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে মহানগর আওয়ামী লীগ। অপরদিকে জেলা আওয়ামী লীগ ডিসি’র মোড়ে বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেন। মহানগরের সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান বক্তব্য দেন সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল আওয়ামী লীগ নেতা নওশাদ হোসেন , সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন , সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন মহানগর ছাত্রলীগ সভাপতি সাফিয়ার রহমান, সাধারন সম্পাদক শেখ আসিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ।অপরদিকে জেলা আওয়ামী লীগের সমাবেশে সভাপতিত্ব করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদ আলী বাবুল, বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মওলা মন্ডল, মহিলা বিষয়ক সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি, জেলা ছাত্রলীগ সভাপতি সুমন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ । বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারি ও বিরোধীতাদের যেখানেই পাওয়া যাবে প্রতিরোধ করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করে বলা হয় ১১ ডিসেম্বর রংপুরে মাওলানা মামুনুল ওয়াজ মাহফিলে আসলে তাকে সমুচিত শিক্ষা দেয়া হবে। সেই সাথে তাকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments