শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাশাহজাদপুরে যুবককে কুপিয়ে জখম, ১০ দিনেও মামলা রেকর্ড হয়নি

শাহজাদপুরে যুবককে কুপিয়ে জখম, ১০ দিনেও মামলা রেকর্ড হয়নি

বিমল কুন্ডু: পূর্ব বিরোধের জের ধরে আরিফুল ইসলাম আরিফ (২১) নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে গত ২৫ নভেম্বর সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাজিয়ারপাড়া গ্রামে। গুরুতর জখম অবস্থায় আরিফ সিরাজগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে, এ ঘটনায় আরিফের বড় ভাই নাজমুল হোসেন নাজিম বাদী হয়ে গত ২৯ নভেম্বর থানায় ৭ জনের বিরুদ্ধে এজাহার দিলেও অদ্যবধি মামলা রেকর্ড করা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার আরিফের বড় ভাই নাজমুল হোসেন নাজিম সাংবাদিকদের জানান, প্রায় ৩ মাস আগে বাজিয়ারপাড়া গ্রামের মৃত জলিস প্রামানিকের ছেলে রুবেল প্রামানিক (৩০) তাদের বাড়ীতে চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ে। পরবর্তীতে রুবেলের আত্মীয়-স্বজন বিষয়টি মিমাংসার আশ্বাস দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। এরপর থেকে রুবেল ও তার সহযোগিরা অপমানের প্রতিশোধ নিতে আরিফকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। এক পর্যায়ে গত ২৫ নভেম্বর সন্ধ্যায় ৭ টার দিকে বাজার থেকে বাড়ী ফেরার পথে রুবেল ও তার সহযোগিরা লাঠিসোটা, রামদা, হাসুয়া, লোহার রড ইত্যাদি দেশীয় অস্ত্র-সন্ত্র নিয়ে আরিফকে এলোপাথারি মারপিট ও কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় আরিফকে উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় নাজমুল হোসেন নাজিম বাজিয়ারপাড়া গ্রামের আব্দুল আলিম (৩৩), ফারুক প্রামানিক (২৬), ওমর প্রামানিক (২২), রুবেল প্রামানিক (৩০), ইউনুস প্রামানিক (৪৮) সর্বপিতা- মৃত জলিস প্রামনিক, ফিরোজ প্রামনিক (৩৮), রাজ্জাক প্রামানিক ও মতিন প্রামানিক (২৮) সর্বপিতা- ওসমান প্রামানিককে আসামী করে থানায় এজাহার দায়ের করেন। নাজমুল হোসেন আরও অভিযোগ করেন, থানার সাব-ইন্সপেক্টর আবুল হোসেন সরজমিনে তদন্ত করে এলেও এজাহার দায়েরের ১০ দিন পরও মামলা রেকর্ড করা হয়নি। উপরোন্ত আসামীদের উপর্যুপরি ভয়ভীতি ও হুমকিতে আরিফের পরিবার পরিজন নিরাপত্তাহীনতায় ভূগছে। এ ব্যাপারে আজ মঙ্গলবার বিকেলে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, তিনি ছুটিতে ছিলেন। তবে ইতোমধ্যেই থানার এস আই আবুল হোসেন ঘটনাটি তদন্ত করেছেন। এ বিষয়ে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments