শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাপীরগাছার কান্দি পরিবার পরিকল্পনার শতবর্ষী জীবিত আম গাছ কেটে নিলেন চেয়ারম্যান

পীরগাছার কান্দি পরিবার পরিকল্পনার শতবর্ষী জীবিত আম গাছ কেটে নিলেন চেয়ারম্যান

ফজলুর রহমান: রংপুরের পীরগাছায় উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগসাজসে শতবর্ষী দুটি জীবিত আম গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। গাছগুলো ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের হলেও ইউএনও ক্ষমতার অপব্যবহার করে গাছ কাটার অনুমোদন দেন। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার লিখিত অভিযোগের পরেও কোন ব্যবস্থা গ্রহণ না করায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অভিযোগে জানা যায়, কান্দি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাঠে একাধিক শতবর্ষী আম গাছ ছিল। ওই গাছগুলো বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পায়তারা শুরু করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম খান। এ জন্য তিনি ইউএনও জেসমীন প্রধানের যোগসাজসে কম মূল্য দেখিয়ে গোপনে টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করেন। গাছগুলো ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়নি। গত সোমবার(৭ডিসেম্বর) শতবর্ষী গাছগুলো কেটে বেশী দামে কালো বাজারে বিক্রি করে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানিয়ে ক্ষমতার অপব্যবহার করে গোপনে গাছগুলো কর্তন করায় স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি জানতে পেয়ে গত বুধবার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রওনক ফেরদৌস গাছগুলো তাদের দাবি করে ইউএনও্#৩৯;র কাছে লিখিত অভিযোগ করেন। কিন্তু ইউএনও কোন পদক্ষেপ গ্রহণ না করায় শতবর্ষী জীবিত গাছগুলো রক্ষা করা সম্ভব হয়নি। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রওনক ফেরদৌস বলেন, গত বুধবার(৯ডিসেম্বর) সকাল ৯টার দিকে ইউএনও অনুমতি সাপেক্ষে স্থানীয় ইউপি চেয়ারম্যান শতবর্ষী আম গাছ কর্তন প্রক্রিয়া শুরু করেছেন বলে জানতে পারি। কিন্তু ওই গাছ কান্দি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের বাউন্ডারির ভিতরে ছিল। আমাকে না জানিয়ে গাছ কাটায় তৎক্ষণাত বিষয়টি ইউএনওকে লিখিতভাবে অবগত করা হয়। কিন্তু ইউএনও কোন ব্যবস্থা গ্রহণ না করায় গাছ কেটে নেওয়া হয়েছে। কান্দি ইউপি চেয়ারমান নজরুল ইসলাম খান বলেন, যথাযত প্রক্রিয়া অনুসরণ করে ইউএনওর অনুমতি নিয়ে গাছ কাটা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জেসমীন পধান বলেন, ইউনিয়ন পরিষদের নিজস্ব গাছগুলো কর্তনের অনুমতি দেয়া হয়েছে। তারা যদি কান্দি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের গাছ কর্তন করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments