বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়া পাক হানাদার মুক্ত দিবস

উল্লাপাড়া পাক হানাদার মুক্ত দিবস

সাহারুল হক সাচ্চু: আজ রোববার ( আগামীকাল রোববার) ১৩ ডিসেম্বর সিরাজগঞ্জের উল্লাপাড়া পাক হানাদার মুক্ত দিবস। একাত্তরের মহান মুক্তিযুদ্ধকালীন সময় এদিন উল্লাপাড়ায় বিজয়ের উল্লাসে রাস্তায় নামে অসংখ্য মুক্তিকামী নারী-পুরুষ। উল্লাপাড়া উপজেলা সদরের একটি বিদ্যালয়ে ক্যাম্প করে থাকা ঘাতক পাক সেনারা তাদের মনোবল হারিয়ে ফেলে। এরা অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়ে। বীর মুক্তিযোদ্ধাগণ থানা সদরের পাক সেনাদের ক্যাম্পে আক্রমনের জন্য রওনা হন। এ খবর পেয়ে এদিন মধ্যরাতে পাক সেনারা তাদের অস্ত্র গুদামে আগুন ধরিয়ে দিয়ে নগরবাড়ী মহাসড়ক পথে ঢাকার দিকে পালিয়ে যায়। মহান মুক্তিযুদ্ধকালীন ১৩ ডিসেম্বর উল্লাপাড়া পাক হানাদার মুক্ত হয়। উল্লাপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী মোঃ খোরশেদ আলম উল্লাপাড়া থানা চত্বরে আনুষ্ঠানিকভাবে এদিন সকালে স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর শহরে মুক্তিযোদ্ধা জনতার বিজয় শোভাযাত্রা বের করা হয়। বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ধর্মের দোহাই দিয়ে যা করা হচ্ছে এর বিরুদ্ধে রুখে দাড়ানোর দরকার রয়েছে। উল্লাপাড়া পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে রোববার ১৩ ডিসেম্বর বিভিন্ন কর্মসুচি পালন করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments