বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারমেকে সেবা নিতে আসা রোগীদের বিভ্রান্ত করে অর্থ নেওয়ার অপরাধে ৭ দালাল...

রমেকে সেবা নিতে আসা রোগীদের বিভ্রান্ত করে অর্থ নেওয়ার অপরাধে ৭ দালাল আটক

জয়নাল আবেদীন: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের বিভ্রান্ত করে অর্থ নেওয়ার অপরাধে সাত দালালকে আটক করেছে মেট্টোপলিটন গোয়েন্দা পুলিশ। রোববার দুপুরে মেডিকেলের জরুরি বিভাগসহ আশেপাশের এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, হাজিরহাট এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে আবুল কাশেম , পরশুরাম থানার অকিবউদ্দিনের ছেলে রফিক, হাজিরহাট থানার তফেল উদ্দীনের ছেলে আব্দুল মন্নাফ কোতোয়ালি থানার মৃত আনচারউল্লার ছেলে দুলাল পান্ডারদিঘী এলাকার মনছুর আলীর ছেলে খোরশেদ আলম ধাপ কাকলী লেন এলাকার মৃত এলাহীর ছেলে ইসরাফিল এবং তারাগঞ্জ এলাকার এলাহী বকশের ছেলে জাহেদুল । রংপুর মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের বিভ্রান্ত করে অর্থ আদায়সহ হয়রানিমূলক কর্মকাণ্ডের অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্টোপলিটন গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। এসময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এবং মেডিকেল কলেজের প্রধান প্রবেশপথের সামনে চলাচলের পাকা রাস্তা এলাকায় চিকিৎসা নিতে আসা সেবা গ্রহীতাদের ও তাদের আত্মীয়স্বজন দের ইচ্ছাকৃত বাধাপ্রদান, মারমুখী আচরণ এবং ভয়-ভীতি দেখানোর অপরাধে সাত দালালকে আটক করা হয়।আটককৃত দালালদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments