বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাশাহজাদপুরে মটর মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শাহজাদপুরে মটর মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিমল কুন্ডু: সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে মটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে পাবনা মটর মালিক সমিতি কর্তৃক চাঁদাবাজী ও নানা অপ-প্রচারের প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থানীয় মটর মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি, শাহজাদপুরের সহ-সভাপতি আব্দুল ওলি খান। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ২৪ ডিসেম্বর ঢাকা থেকে ছেড়ে আসা শাহজাদপুরের মিম-ঐশী পরিবহন এবং নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা পাবনার ঈগল পরিবহনের যাত্রী উঠা নিয়ে টাঙ্গাইলে দুই বাসের হেলপারদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে যশোর থেকে ছেড়ে আসা শাহজাদপুরগামী ড্রীমল্যান্ড পরিবহন ও কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সাব্বির পরিবহনকে পাবনা টার্মিনালে থামিয়ে বাসের হেলপারদের ঈগল পরিবহনের শ্রমিকরা বেধরক মারধর করে এবং শাহজাদপুর সমিতির সকল বাসকে পাবনার রুট দিয়ে চলাচল বন্ধ করে দেয়। উদ্ভুত পরিস্থিতিতে শাহজাদপুর মটর মালিক সমিতি ও শ্রমিক সমিতি যৌথভাবে সভা করে যখন বিষয়টির সন্তোষজনক মীমাংসার চেষ্টা করছে, ঠিক সেই মূহুর্তে পাবনা মটর মালিক সমিতির পক্ষ থেকে শাহজাদপুর মটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের উপর চাঁদাবাজীর অভিযোগসহ নানা অপ-প্রচার চালানো হচ্ছে। সংবাদ সম্মেলনে চাঁদাবাজীর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবী করে জানানো হয়, শাহজাদপুর মটর মালিক সমিতির ৭ টি কোম্পানির মাত্র ৯ টি বাস পাবনা হয়ে বিভিন্ন রুটে চলাচল করে। পক্ষান্তরে, পাবনা মটর মালিক সমিতির ২৫ টি কোম্পানির ১৯৭ টি বাস শাহজাদপুরে হয়ে বিভিন্ন রুটে প্রতিদিন চলাচল করে। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, পাবনার মটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন সড়ক ও মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোষ্ট বসিয়ে নানা খাত দেখিয়ে শাহজাদপুর মটর মালিকদের প্রতিটি গাড়ী থেকে অবৈধভাবে ১’শ ২০ টাকা চাঁদা আদায় করে থাকে। সংবাদ সম্মেলনের মাধ্যমে পাবনা মটর মালিক সমিতি কর্তৃক অবৈধভাবে চাঁদাবাজী বন্ধসহ ৭ দফা দাবী উপস্থাপন করা হয়। জনাকীর্ণ সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাসিব খান, সড়ক সম্পাদক ফজলুল হক, সদস্য শাহিদুল ইসলাম মুক্তা, আবু শামীম সূর্য, হারুন-অর-রশিদ এবং মটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি হারুন-অর-রশিদ, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সড়ক সম্পাদক সাবান মোল্লা, কোষাধ্যক্ষ হান্নান প্রামানিক, সাংগঠনিক সম্পাদক মিলন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments