শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাটাঙ্গাইলের মির্জাপুরে ৫ ইটভাটা মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুরে ৫ ইটভাটা মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের মির্জাপুরে ৫টি ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে প্রত্যেকটি টি ইটভাটার চুলি­ ভেঙ্গে দেওয়া হয়েছে। বুধবার দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরিবেশ আইন না মেনে ইট পুরানো, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অনুমোদন না থাকার কারণে ওই সব ইট ভাটাকে আর্থিক জরিমানা ও চুলি­ ভেঙ্গে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান,ভাই ভাই ব্রিকস, দিশা আশা ব্রিকস, হাকিম এন্টার প্রাইজ, স্টার স্টাইল ব্রিকস ও এসবিএম ব্রিকস প্রত্যেক মালিককে ৬ লাখ টাকা করে আর্থিক জরিমানা করা হয়।এসময় উপস্থিত ছিলেন,টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম,সহকারি পরিচালক সজীব কুমার ঘোষ,মির্জাপুর ইটভাটা মালিক সমিতির সভাপতি মুক্তার আলীসহ আইন শৃংখলা ও ফায়ার সার্ভিজের বিভিন্ন কর্মকর্তারা।

তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments