বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাপ্রতীক বরাদ্দের পর জমে উঠেছে ভূঞাপুর পৌরসভা নির্বাচন

প্রতীক বরাদ্দের পর জমে উঠেছে ভূঞাপুর পৌরসভা নির্বাচন

আব্দুল লতিফ তালুকদার: আগামী ৩০ জানুয়ারি টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার নির্বাচনে প্রতীক পাওয়ার পর মাঠে নেমে পড়েছে প্রার্থীরা। এ নির্বাচনকে সামনে রেখে সোমবার মেয়র কাউন্সিলরসহ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ প্রদান করেছে উপজেলা নির্বাচন কমিশন। প্রতীক পাওয়া মাত্রই কর্মী সমর্থকদের নিয়ে বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রæতি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রচারণা শুরু করেছেন। এ পৌরসভায় ৯টি ওয়ার্ডে ২১ হাজার ৭’শ ২৯জন ভোটার নিয়ে মেয়র পদে লড়ছেন ৩ জন, সাধারণ (কাউন্সিলর) পদে ৩০ জন ও সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দিতা করবেন ১১ জন। ‘প্রার্থীদের মধ্যে- মেয়র পদে আ’লীগ মনোনীত (নৌকা প্রতীক) নিয়ে বর্তমান মেয়র ও ভূঞাপুর উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, বিএনপি থেকে মনোনীত (ধানের শীষ) প্রতীক নিয়ে পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর হোসেন ও স্বতন্ত্র (আ’লীগ বিদ্রোহী) সাবেক পৌর আ্#৩৯;লীগ সভাপতি আব্দুস ছাত্তার (জগ) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। এর আগে স্বতন্ত্র আরেক (আ’লীগ বিদ্রোহী) প্রার্থী আমিরুল ইসলাম বিদ্যুৎ তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন। ‘প্রতীক বরাদ্ধের সময় উপস্থিত ছিলেন- উপজেলা রির্টানিং অফিসার ও ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন, উপজেলা নির্বাচন অফিসার নাজমা সুলতানা। সাধারণ ভোটারদের ধারনা এবারের নির্বাচন মেয়র পদে ত্রি-মূখী লড়াই হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments