শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাপাঁচবিবির বাগজানায় কিশোর হত্যা, জড়িত থাকার সন্দেহে আটক ৩

পাঁচবিবির বাগজানায় কিশোর হত্যা, জড়িত থাকার সন্দেহে আটক ৩

প্রদীপ অধিকারী: গত ১০ ই জানুয়ারি পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর (কুড়িপাড়া) গ্রামে ১ টি বাঁশঝাড়ে সনাতন বর্মন (১৪) নামক এক কিশোর এর লাশ উদ্ধার করে পাঁচবিবি থানা পুলিশ। লাশটি উদ্ধার এর পর পুলিশ প্রশাসন মাঠে নামে হত্যার রহস্য উন্মোচন ও আসামী আটকের অভিযানে। ১২ ই জানুয়ারি মঙ্গলবার সকালে এ বিষয়ে পাঁচবিবি থানায় হত্যার রহস্য ও আসামি আটক সম্পর্কে জানতে গেলে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব সাংবাদিকদের জানান, “সনাতন হত্যামামলার সন্দেহে আমরা এ পর্যন্ত ৩ জনকে আটক করেছি, তারা হলেন: “বাগজানা ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর (কুড়িপাড়া) গ্রামের বাচ্চু দাসের পুত্র কৌশিক দাস (১৯), একই এলাকার পশ্চিমা পাড়া গ্রামের যদুয়া রায়ের পুত্র রনি রায় (১৯), উক্ত গ্রামের ধরুয়া রায় এর পুত্র সাগর রায় (২১) কে আমরা আটক করেছি। ওসি আরো জানান, আমরা মামলার সুত্র ধরে এগোচ্ছি। কি কারণে এই হত্যাকান্ড জানতে চাইলে ওসি জানান, “আমরা প্রাথমিকভাবে ধারনা করছি এটি মোবাইল ফোন কে কেন্দ্র করে এই হত্যাকান্ড ঘটতে পারে। ওসি আরও জানান এলাকাবাসীর নিকট আমরা জেনেছি,“ আটক কৌশিক দাস পূর্ব থেকেই খুব খারাপ ছেলে ছিল, সে তার পাড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গার মানুষের অসংখ্য মোবাইফোন চুরি করেছিল।” মৃত সনাতন বর্মনের স্মার্টফোনটি এ পর্যন্ত উদ্ধার হয়নি এ বিষয়ে জানতে চাইলে ওসি জানান আমরা, পুনরায় ধৃত আসামীদের বিমান্ডের আবেদন জানিয়েছি। রিমান্ডে নিলেই সনাতনের স্মার্টফোনটি উদ্ধারের চেষ্টা করা হবে। উল্লেখ্য যে, গত ৯ই জানুয়ারি রাতে বাগজানা ইউনিয়নের খোর্দ্দা গ্রামের নবো বর্মনের পুত্র সনাতন বর্মনকে মোবাইলফোনে ডেকে নিয়ে যায়, কিন্তু সে আর বাড়ি ফিরে আসেনি। পরে ১০ই জানুয়ারি সকালে সনাতন বর্মনের লাশ পশ্চিম রামচন্দ্রপুর(কুড়িপাড়া) গ্রামের রঘু দাস এর বাঁশ ঝাড়ে পড়ে থাকতে দেখে স্থানীয় চেয়ারম্যান ও থানা পুলিশকে অবগত করা হলে পুলিশ বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে এবং এই হত্যায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি হত্যামামলা দায়ের করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments