শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাপাবনার ঈশ্বরদী ও সাঁথিয়া পৌরসভার নির্বাচনে অপ্রীতিকর ঘটনা: বিএনপি প্রার্থীর ভোট বর্জন

পাবনার ঈশ্বরদী ও সাঁথিয়া পৌরসভার নির্বাচনে অপ্রীতিকর ঘটনা: বিএনপি প্রার্থীর ভোট বর্জন

কামাল সিদ্দিকী: পাবনার ৪টি পৌরসভার নির্বাচনের মধ্যে ঈশ্বরদী ও সাঁথিয়া পৌর সভায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে। শনিবার পাবনার ঈশ্বরদী পৌর নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়নকে মারধর করে ভোট কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। তিনি আরো বেশ কিছু অনিয়ম তুলে ধরে ভোট বর্জণের ঘোষনা দিয়েছেন। শনিবার সকালে ভোট গ্রহন শুরুর পর সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ভোট পরিদর্শণে গেলে বিএনপি মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়নকে মারধর করে নৌকার সমর্থকরা। পরে পুলিশের উপস্থিতিতে তাকে জোর করে কেন্দ্র থেকে বের করে দেয়া হয় বলে বিএনপি প্রার্থী দাবী করেন। বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম নয়ন অভিযোগ করেন, জোর করে নৌকার পক্ষে সিল মারতে বাধ্য করা হচ্ছে। এভাবে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এ অভিযোগ অস্বীকার করে আওয়ামীলীগ মেয়র প্রার্থী ইসাহক মালিথা জানান, নিশ্চিত পরাজয় জেনে বিএনপি প্রার্থী হামলার নাটক সাজিয়ে নির্বাচন বিতর্কিত করার চেষ্টা করছেন। এ বিষয়ে ঈশ্বরদী পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েসের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। অপরদিকে নির্বাচন ঘিরে উত্তেজনা ও কাটাকাটি এবং হাল্কা মারপিটের ঘটনা ঘটেছে সাঁথিয়া পৌরসভার নির্বাচনে। সকাল সাড়ে নয়টার দিকে সাঁথিয়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট প্রদানের অভিযোগে কয়েকজন বহিরাগত যুবকের সাথে কথা কাটাকাটি হয় বিএনপি প্রার্থী সিরাজুল ইসলামের। এ সময় তাকে লাঞ্ছিত করে নৌকার সমর্থকরা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সাঁথিয়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আলমগীর কবীর জানান, সকালে জাল ভোট দেয়ার অভিযোগ করেন বিএনপি প্রার্থী সিরাজুল ইসলাম। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে হয়েছে। এ ছাড়া ভাঙ্ধসঢ়;গুড়া পৌরসভাতে বিনা প্রতিদ্বন্দিতায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ প্রার্থী গোলাম হাসনায়েন রাসেল। সেখানে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এছাড়া ফরিদুপর পৌরসভায় ইভিএম পদ্ধতিতে

মেয়রসহ সাধারন ও সংরক্ষিত আসনের পৌর নির্বাচনের গ্রহন করা হয়। এখন ভোট গনণা চলছে বলে জানা গেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments