বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলারংপুরে ঘর-জমি বিদ্যুৎ পেয়ে খুশি ভূমিহীন পরিবার

রংপুরে ঘর-জমি বিদ্যুৎ পেয়ে খুশি ভূমিহীন পরিবার

জয়নাল আবেদীন: মুজিব বর্ষ উপলক্ষে রংপুরে নির্মিত ৮শ১৯ টি ঘর ভূমিহীন, গৃহহীন পরিবারকে দেয়া হয়েছে।প্রধানমন্ত্রীর উদ্ধোধনের অপেক্ষায় ছিলেন ভূমিহীন, গৃহহীন পরিবাররা।শনিবার দুপুরে উদ্ধোধনের মধ্যদিয়ে বাড়ি -ঘর নেই জমি নেই বিদ্যুৎ এমন ভূমিহীন, গৃহহীন পরিবারদেরকে দেয়া হয়েছে ঘর।মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ঘর উপহার পেয়ে অনেক খুশি এসব পরিবাররা। চলতি মাসে বাকি ৪শ৬৪ পরিবারকে দেয়া হবে বিনামুলো ঘর।মোট জেলায় ১হাজার২শ৭৩ টি ঘর পাবে ভুমিহীন পরিবার।শনিবার সকাল ১১টায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে একযোগে প্রতিটি জেলায় ভূমিহীন, গৃহহীন পরিবারদের ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী কয়েকটি জেলার ভূমিহীন, গৃহহীন পরিবারদের কথাও শুনলোন।আরও ঘর দেয়ার কথাও বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ঘর-জমি বিদ্যুৎ পেয়ে অত্যন্ত খুশি ভূমিহীন,গৃহহীন পরিবার শিরারানী মহন্ত।তার মতো আরও ৮শ১৯টি পরিবার।জানালেন তাদের কষ্টের কথা।দিলেন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।প্রধানমন্ত্রীকে দোয়াও করলেন ভূমিহীন, গৃহহীন পরিবাররা।কোন দিন ভাবিনি এরকম পাকা বাড়ি এবং সুন্দর ঘরে থাকবো ছেলে মেয়ে ও পরিবার নিয়ে।বসবাস করবো নিজের ঘরে আনন্দের শেষ নেই তাদের।দুপুরে রংপুর জেলা আটটি উপজেলা ৮শ১৯ টি ঘর ও জমির দলিল দেয়া হলে পরিবারদের।জেলা প্রশাসক আসিব আহসান জানালেন প্রথম পর্যায়ে ৮শ১৯ টি ঘর দেয়া হলে ভুমিহীন পরিবারদের। দেওয়া হয়েছে নতুন ঘর জমির দলিল ও বিদ্যুৎ আলো। দ্বিতীয় পর্যায়ে বাকি দের দেওয়া হবে বিনামুলো ঘর।যাদের ঘরবাড়ি নেই ভূমিহীন তাদের জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে।জেলায় ৬ হাজার পরিবারকে পর্যায়ক্রমে দেয়া হবে ঘর।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments