মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
Homeসারাবাংলারংপুরের পীরগঞ্জে ৩ হাজারের বেশী মহিলা ভাতা প্রাপ্তির সুযোগ থেকে বঞ্চিত

রংপুরের পীরগঞ্জে ৩ হাজারের বেশী মহিলা ভাতা প্রাপ্তির সুযোগ থেকে বঞ্চিত

জয়নাল আবেদীন: রংপুরের পীরগঞ্জে শতভাগ মহিলা/স্বামী নিগৃহীতাদের সরকারী ভাতার আওতাভুক্ত করার সিদ্ধান্ত থাকলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না । ফলে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করার পরও পীরগঞ্জে ২০২০-২০২১ অর্থ বছরে ৩ হাজার ১ শ’ ২৯ জন মহিলা/স্বামী নিগৃহীতা ভাতা প্রাপ্তির সুযোগ থেকে আপাতত বঞ্চিত থাকছেন ।জানা গেছে চলতি ২০২০-২০২১ অর্থ বছরে সরকারের অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগ, বাজেট-১, অনু বিভাগ, অধিশাখা -৯ এর যুগ্ন সচীব নাজমা মোবারেক এর গত বছরের ২৪ জুন ০৭. ০০.০০০০. ১০৯.২০.০০২. ২০. ৮৯ নং স্বারকে স্বাক্ষরিত পত্রে জানা গেছে সারা দেশে ১শ’ ১২ উপজেলায় শতভাগ মহিলা/স্বামী নিগৃহীতাকে ভাতা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে । স্বাক্ষরিত পত্রে ১ শ’ ১২ উপজেলার মধ্যে রংপুরের পীরগঞ্জ উপজেলাও অন্তর্ভুক্ত রয়েছে । এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়াম্যান নুর মোহাম্মদ মন্ডল গত বছরের ৪ আগস্ট পত্রে শতভাগ ভাতার বিষয়টি উল্লেখ করে ০৯ আগষ্ট/২০২০ ইং এর মধ্যে আবেদন আহবান করেন । এ লক্ষ্যে পীরগঞ্জের প্রতিটি ইউনিয়নে প্রচারের মাধ্যমে মহিলা/স্বামী নিগৃহীতাদের কাছ থেকে আবেদন আহবান করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলার চৈত্রকোল ইউনিয়নে ৪শ২১, ভেন্ডাবাড়ী ইউনিয়নে ৪শ৪২, বড়দরগাহ ইউনিয়নে ৫শ৪৪, কুমেদপুর ইউনিয়নে ৪শ৭০, মদনখালী ইউনিয়নে ৪শ১৯, টুকুরিয়া ইউনিয়নে ৩শ৫২, বড়আলমপুর ইউনিয়নে ২শ৪৬, রায়পুর ইউনিয়নে ৩শ৪৪, পীরগঞ্জ ইউনিয়নে ৮শ০৬, শানেরহাট ইউনিয়নে ৫শ৯৩, পাঁচগাছি ইউনিয়নে ৩শ৬৭, মিঠিপুর ইউনিয়নে ৫শ২৭, রামনাথপুর ইউনিয়নে ৬শ৯৬, চতরা ইউনিয়নে ৪শ০৪ ও কাবিলপুর ইউনিয়নে ৬শ৩৮ জনের আবেদন পত্র জমা পড়ে ।পরবর্তিতে উপজেলা সমাজ সেবা বিভাগ প্রতিটি ইউনিয়নে আবেদনকারীদের মধ্যে থেকে লটারীর মাধ্যমে ভাতা ভোগীদের নির্বাচনের সিদ্ধান্ত নেয় । সিদ্ধান্ত অনুযায়ী চৈত্রকোল ইউনিয়নে ২শ৪০, ভেন্ডাবাড়ী ইউনিয়নে ২শ৩৫, বড়দরগাহ ইউনিয়নে ৩শ১০, কুমেদপুর ইউনিয়নে ২শ৬৮, মদনখালী ইউনিয়নে ২শ৩৯, টুকুরিয়া ইউনিয়নে ২শ০১, বড়আলমপুর ইউনিয়নে ১শ৫৫, রায়পুর ইউনিয়নে ২শ০৮, পীরগঞ্জ ইউনিয়নে ৪শ৬০, শানেরহাট ইউনিয়নে ৩শ৩৮, পাঁচগাছি ইউনিয়নে ২শ০৯, মিঠিপুর ইউনিয়নে ৩শ০১, রামনাথপুর ইউনিয়নে ৩শ৯৭, চতরা ইউনিয়নে ২শ৩০ ও কাবিলপুর ইউনিয়নে ৩শ৬৪ জন ব্যাক্তিকে ভাতা ভোগির আওতায় আনা হবে । ইতিমধ্যে বেশীর ভাগ ইউনিয়নে ভাতা ভোগী নির্বাচন করা হয়েছে এবং অবশিষ্ট ইউনিয়নে সল্প সময়ের মধ্যে ভাতা ভোগী নির্বাচন করা হবে । এতে করে পীরগঞ্জের ৭ হাজার ২শ’ ৮৪ জন আবেদনকারীর মধ্যে ৪ হাজার ১ শত ৫৫ জন ভাতার আওতায় আসবেন এবং ৩ হাজার ১শত ২৯ জন এ সুবিধা প্রাপ্তি থেকে বঞ্চিত থাকবেন ।তবে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরিফুর রহমান এ বিষয়ে সাংবাদিকদের বলেছেন পরবর্তিতে সরকারী সিদ্ধান্ত পেলে বাদ পড়া মহিলা/স্বামী নিগৃহীতাদের এ ভাতার আওতায় আনা হবে ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments