বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় কোভিড-১৯ টিকাদান কর্মসুচি উদ্বোধন

সাঁথিয়ায় কোভিড-১৯ টিকাদান কর্মসুচি উদ্বোধন

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ায় রোববার কোভিড-১৯টিকাদান কর্মসুচি উদ্বোধন করা হয়েছে। সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসুচির উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড, শামসুল হক টুকু এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার,নব নির্বাচিত মেয়র মাহবুবুল আলম বাচ্চু, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: ফাতমা তুয জান্নাত, দৈনিক যুগান্তরের সাঁথিয়া প্রতিনিধি অধ্যাপক আব্দুদ দাইন সরকার, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি জয়নুল আবেদীন রানা প্রমুখ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় উদ্বোধনী দিনে ৩০জন কোভিড-১৯টিকা গ্রহণ করেন এবং সবাই সুস্থ আছেন। সাঁথিয়া স্বাস্থ্যকমপ্লেক্স থেকে ১ম রাউেেন্ড ৬হাজার ব্যক্তিকে কোভিড-১৯টিকা দেয়ার প্রস্তুতি রয়েছে। জনগনকে বিনামূল্যে দ্রুত টিকাদানের ব্যবস্থা করায় প্রধান অতিথি এ্যাড. শামসুল হক টুকু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এবং সকলকে নির্ভয়ে টিকা গ্রহণ ও রেজিষ্ট্রেশনের আহবান জানান।

 

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments