মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাকালিহাতীতে কোভিড-১৯ টিকাদান কেন্দ্রের উদ্বোধন, প্রথম টিকা নিলেন এমপি

কালিহাতীতে কোভিড-১৯ টিকাদান কেন্দ্রের উদ্বোধন, প্রথম টিকা নিলেন এমপি

আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের কালিহাতীতে কোভিড-১৯ নভেল করোনা ভাইরাসের টিকা দান কেন্দ্র রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে কেন্দ্র ও কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে টিকাদান কেন্দ্রে গিয়ে প্রথম টিকা গ্রহন করেন টাঙ্গাইল -৪ কালিহাতী আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী। এসময় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী বলেন, আমি একজন সংসদ সদস্য হিসেবে এ টিকা গ্রহন করলাম কালিহাতীর জনসাধারণকে উৎসাহিত করতে টিকা গ্রহনে কোনও প¦ার্শপ্রতিক্রিয়া নেই। ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিরাজ আহমেদ জানান, এক হাজার তিনশত ষাটষট্রি টি ভায়াল থেকে তের হাজার ছয়শত ষাট জনকে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ দেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলার পরিষদ চেয়ারম্যান আনছার আলী বিকম, উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা, উপজেলার ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিরাজ আহমেদ, কালিহাতী থানার ওসি সওগাতুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ দীপালোক মুখার্জী প্রমুখ। উল্লেখ্য, কালিহাতীতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুইশত বাষট্রি জন, মৃত্যু হয়েছে তিন জনের, সুস্থ হয়েছেন দুইশত ছাপ্পান্ন জন, চিকিৎসাধীন আছেন তিন জন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments