বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাসোনারগাঁওয়ে সনমান্দী ইউনিয়নে রাস্তার কাজ সম্পূর্ন না হওয়া এলাকাবাসীর মানবন্ধন

সোনারগাঁওয়ে সনমান্দী ইউনিয়নে রাস্তার কাজ সম্পূর্ন না হওয়া এলাকাবাসীর মানবন্ধন

গিয়াস কামাল: নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও উপজেলা সনমান্দী ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে একটি সড়কের নির্মাণকাজ সময়মতো বাস্তবায়ন না হওয়ায় মানববন্ধন করেছেন । সোনারগাঁও উপজেলা সনমান্দী ইউনিয়নের এলাকাবাসী। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে পশ্চিম সনমান্দীর আমিন মার্কেটে ১৫ গ্রামের নারী-পুরুষ ঝাড়ু ও জুতা হাতে নিয়ে মানববন্ধন করেন। জানা যায়, বৃহত্তর ঢাকা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প তিন-এর অধীনে সোনারগাঁও উপজেলা সনমান্দী ইউনিয়নের অলিপুরা থেকে সনমান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটি নির্মাণ করতে এলজিইডির নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী দরপত্র আহবান করে। পরে ২ কোটি ৯৯ লাখ ৯২ হাজার টাকা দর দিয়ে সড়কটির কার্যাদেশ পায় মুন্সিগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এস সরকার এন্টারপ্রাইজ’। কাজটি ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর শুরু করে ২০২১ সালের ২৫ মার্চ শেষ করার শর্তাবলী দেওয়া হয় কার্যাদেশে। এদিকে সড়কটি দুই/তিন খানে খোঁড়াখুঁড়ি করে কাজ ফেলে ঠিকাদার চলে যাওয়ার কারণে ১৫-২০টিগ্রামের মানুষ দুর্ভোগে পড়েন সনমান্দী ইউনিয়নের মারবদী, সনমান্দী, পশ্চিম সনমান্দী, সাজালেরকান্দি, ছনকান্দা, কান্দাপাড়া, বৈদ্যোরকান্দি চরভুলুয়া, মহেশ্বরদীসহ ওই ইউনিয়নের ১৫ গ্রামের মানুষ। মানববন্ধনে জড়ো হওয়া এলাকাবাসী জানান, রাস্তার কাজ দ্রুত নির্মাণ না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কঠিন ভাবে মানববন্ধন করবেন তারা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments