শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাওরশে আখেরী মোনাজাতে বিশ্বমানবতার মঙ্গল কামনা

ওরশে আখেরী মোনাজাতে বিশ্বমানবতার মঙ্গল কামনা

মারুফা মির্জা: আখেরী মোনাজাতে বিশ্বের সকল প্রাণি ও সবার সুখ সমৃদ্ধি কামনা করে দেশের বিভিন্ন প্রান্ত হতে আসা লাখো মুসুল্লীর আমিন-আমিন ধ্বন্নির মধ্যে দিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরে পাক দরবার শরীফে উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল হযরত শাহ সুফী খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ) ৩-দিন ব্যাপী ২০২১ সালের ১০৬ তম বাৎসরিক ওরশ সমাপ্ত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় দরবার শরীফের গদিনশীন হুজুরপাক হযরত খাজা কামাল উদ্দিন নুহু মিয়ার পরিচালনায় আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় খাজা এনায়েতপুরী (রঃ) আওলাদ গন, সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজুল ইসলাম সহ গুরুত্বপুর্ন ব্যক্তিরা অংশ নেন। মোনাজাত পরিচালনা কালে খাজা কামাল উদ্দিন নুহু মিয়া বলেন, শান্তির বাড়তা পৃথিবীময় ছড়িয়ে দিতেই মহান সৃষ্টিকর্তা ইসলাম ধর্ম আমাদের মাঝে প্রেরণ করেছেন। ইসলামের প্রত্যেকটি বিধি বিধান অনুযায়ী আমাদের সকলকে যেমন মেনে চলতে হবে, তেমনী ধর্ম নিয়ে বাড়া-বাড়িও করা যাবেনা। যারা ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করছে সে রাষ্ট্র গুলোতে সংহিংসতা লেগে আছে। এ থেকে সকলকে দুরে থাকতে হবে। আল্লাহপাক তার কুদরতি রহমত দিয়ে ইসলাম ও মসুলমানদের রক্ষা করবেন। তিনি বলেন, করোনা বিশ্ব ব্যাপী আমাদের সকলের প্রতি সহমর্মিতা বাড়িয়ে দিয়েছে। আবার প্রাণহাণী হয়েছে অনেকের। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ তিনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। তিনিই আবার প্রতিশোধক তৈরী করে আমাদের বাঁচাচ্ছেন। এবার করোনার জন্য শুধু নিয়ম রক্ষার স্বল্প পরিসরে ওরশ করেছি। আল্লাহ পাকের রহমতে আবার আগামী বছর পুর্নময় ওরশ শরীফ অনুষ্ঠিত হবে। কিয়ামত পর্যন্ত ইসলামের শান্তি প্রচারে আমাদের ওরশ শরীফ তিনি কবুল করবেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments