শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাপাবনায় জাতির জনকের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

পাবনায় জাতির জনকের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

কামাল সিদ্দিকি: কেককেটে, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা সহ নানা আয়োজনে পাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

বুধবার রাত ১২টা ১ মিনিটে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর দুপরে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে একশ’ পাউন্ডের কেক কাটা হয়।

এ সময় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল প্রমুখ। এর আগে পাবনা-সিরাজগঞ্জের সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি ও জেলা মহিলা আওয়ামীলীগ,যুব মহিলা লীগ নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তকব অর্পণ করেন।

এছাড়া বেলা ১১টায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলীসহ শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলে সংযুক্ত ৩টি গাড়ি উদ্বোধন করেন উপাচার্য। এ সময় জাতির জনকের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

অপরদিকে পাবনা কলেজের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে জাতির জনকের প্রতিকৃতিকে পুষ্পস্তকব অর্পন, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া জেলা প্রশাসন সহ সকল সরকারী ও বেসরকারী দপ্তর আলাদা কর্মসূচিতে দিবসটি পালন করছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments