বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাকেশবপুরে অসহায় পরিবারের উপর সন্ত্রাসী হামলা, পুলিশ হিফাজতে আহতদের হাসপাতালে ভর্তি

কেশবপুরে অসহায় পরিবারের উপর সন্ত্রাসী হামলা, পুলিশ হিফাজতে আহতদের হাসপাতালে ভর্তি

জি.এম.মিন্টু: কেশবপুরে ভিটেবাড়ী থেকে বিতাড়িত করতে এক অসহায় পরিবারের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় নানা-নাতিসহ একই পরিবারের ৪ জন আহত হয়েছে। প্রায় ২ ঘন্টা অবরুদ্ধ করে রাখার পর পুলিশি হিফাজতে নানা-নাতিকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় জোৎনা বেগম বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছে। অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার রঘুরামপুর গ্রামের অসহায় আজগর আলী খাঁ পৈতৃক সূত্রে পাওয়া মাত্র সাড়ে ৩ শতক জমির উপর স্ত্রী জোৎনা, ছেলে আসাদুল ও নাতি ছেলে ৬ষ্ট শ্রেনীর ছাত্র সাকিবুলকে নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। তিনি একজন আসহায় ব্যক্তি হওয়ায় তাকে বসতবাড়ী থেকে বিতাড়িত করতে একের পর এক গভীর ষড়যন্ত্র করতে থাকে আপন ভাই আকবার আলী খাঁ, চাচাত ভাই নজরুল খাঁ ও তার ছেলেরা। এক পর্যায়ে তাদের অত্যাচার-নির্যাতন ও অব্যাহত হুমকীর ভয়ে পরিবার পরিজনের নিরাপত্তার কথা ভেবে দীর্ঘ ৮ মাস আজগর আলী খাঁ বাপ-দাদার ভিটেবাড়ী ছেড়ে দীর্ঘ ৮ মাস কেশবপুর শহরে একটি ভাড়া বাসায় অবস্থান করে। স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উভয় পক্ষকে নিয়ে সালিশী মিমাংসার এক পর্যায়ে আজগর আলী খাঁ গত ১৫ দিন আগে তার বসতবাড়ীতে ফিরে আসে। বাড়ীতে অবস্থান করার পর থেকে উল্লেখিত ব্যক্তিরা পূর্বের ন্যায় আবারো তাকে ভিটেবাড়ী থেকে বিতাড়িত করতে মারপিট ও খুন জখমের হুমকী অব্যাহত রাখে। এর জের ধরে ১৯ মার্চ-২১ শুক্রবার সন্ধায় মৃত আজিবার খাঁর ছেলে মোমিন, আকবার আলী খাঁ, ছেলে উজ্জল ও নজরুল খাঁ একতাবদ্ধ হয়ে ভিটেবাড়ী থেকে বিতাড়িত করতে আজগর আলী খাঁর বাড়ীতে হামলা করে। এসময় তাদের হামলায় আজগর আলী (৫৩), স্ত্রী জোৎনা (৪৮), ছেলে আসাদুল(৩৫) ও নাতি ছেলে সাকিবুল (১০) আহত হয়। মুমুর্ষবস্থায় আজগর ও সাকিবুলকে কেশবপুর হাসপাতালে আনার সময় হামলাকারী প্রায় ২ ঘন্টা অবরোধ করে রাখার পর চিংড়া ফাঁড়ি পুলিশের সহয়োতায় রোগীকে এ্যামবুন্সে করে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আজগর আলী খাঁর স্ত্রী বাদী হয়ে শনিবার উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছে। এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দীন জানান, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments