শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাচান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মাস্ক না পড়ায় জরিমানা

চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মাস্ক না পড়ায় জরিমানা

ওসমান গনি: করোনা ভাইরাস প্রতিরোধে কুমিল্লার চান্দিনা উপজেলা সদরে মাস্ক পড়া নিশ্চিত করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে চান্দিনা বাজারে ওই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ ও উপজেলা সহকারী কমিশনার ভূমি নাঈমা ইসলাম।

এসময় বাজারের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের মুখে মাস্ক না থাকায় জরিমানা আদায় করা হয়। একই সাথে তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ ৪ জন কে ৪ শত টাকা ও সহকারী কমিশনার ভূমি নাঈমা ইসলাম ৫ জনকে ১ হাজার টাকা জরিমানা করেন।

চান্দিনা থানার এএসআই রিয়াজুল ইসলাম এর নেতৃত্বে থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments