শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাজনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ মাসুদের মৃত্যুতে শাহজাদপুর প্রেস ক্লাবে শোকসভা

জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ মাসুদের মৃত্যুতে শাহজাদপুর প্রেস ক্লাবে শোকসভা

বিমল কুন্ডু: দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর প্রেস ক্লাবের উদ্যোগে একদিনের শোক কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, শোকসভা ও বিশেষ দোয়া। এদিন সকাল ৯ টায় প্রেস ক্লাব ভবনে কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ১১ টায় শাহজাদপুর প্রেস ক্লাব কার্যালয়ে শোকসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু। সভার শুরুতে প্রয়াতের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন জনকণ্ঠ পত্রিকার শাহজাদপুর উপজেলার নিজস্ব সংবাদদাতা সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাব শাহজাদপুরের সভাপতি সাংবাদিক আতাউর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংবাদিক এম.এ জাফর লিটন, মুমীদুজ্জামান জাহান, হাসানুজ্জামান তুহিন, সাগর বসাক, আল-আমিন হোসেন, জহুরুল ইসলাম প্রমুখ। বক্তারা দেশের বহুল প্রচারিত ও পাঠকনন্দিত দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও বরেণ্য সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের কর্মময় জীবনের উপর আলোচনা করেন এবং তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি। শোকসভা শেষে প্রয়াতের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। শোকসভায় শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ গত সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments