বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে লঞ্চঘাট পল্টুন থেকে দেশীয় অস্ত্র উদ্ধার!

বাউফলে লঞ্চঘাট পল্টুন থেকে দেশীয় অস্ত্র উদ্ধার!

অতুল পাল: পটুয়াখালীর বাউফলের ধুলিয়া লঞ্চঘাট পল্টুনের একটি কক্ষ থেকে চারটি বগি দা (দেশীয় অস্ত্র) উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ এপ্রিল) দুপুরে বাউফল থানা ও কালিশুরীর পুলিশ ফাঁড়ির সদস্যদের যৌথ অভিযানে ওই দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এব্যপারে কাউকে আটক করতে না পারলেও পুলিশ একটি সাধারন ডায়েরী করেছেন। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র উত্তাপ্ত হয়ে উঠেছিল ধুলিয়া ইউনিয়ন। নির্বাচনে প্রচার প্রচারণার সময় প্রতিদ্ব›দ্বী চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনাও ঘটেছিল। এবার অস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। যদিও নির্বাচন কমিশন থেকে ইতিমধ্যেই নির্বাচন স্থগিত করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে নৌকা মার্কার একাধিক সমর্থক জানান, যে পল্টুন থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে সে পল্টুনটি বর্তমান চেয়ারম্যান আসন্ন ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনিচুর রহমান রবের লোকজন নিয়ন্ত্রণ করেন। তাদের নিয়ন্ত্রণাধীন ঘাটে অন্য কোন পক্ষের অস্ত্র রাখার সুযোগ নেই। এদিকে উদ্ধার অভিযানে পুলিশের ভূমিকা নিয়েও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। সকাল ১০টার দিকে ধুলিয়া লঞ্চঘাট পল্টুনে অস্ত্র রয়েছে এমন খবর শুক্রবার বেলা ১০ টার দিকে জানলেও ঘটনাস্থলে পুলিশ যথা সময়ে যায়নি। খবর পেয়ে কালিশুরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ.এস.আই. মনির হোসেন ঘটনাস্থলে গিয়ে পৌঁছালেও উদ্ধার অভিযান শুরু করেননি। পরে বাউফল থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মো.আল মামুন ঘটনাস্থলে গিয়ে পল্টুনের যে কক্ষে অস্ত্র ছিল সেই কক্ষের তালা ভেঙ্গে চারটি বগি দা উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, উদ্ধার অভিযানে সময় ক্ষেপণ করায় ওই অস্ত্রের সাথে জড়িতরা পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। এবিষয়ে ধুলিয়া ইউপি চেয়ারম্যান ও আনারস প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনিচুর রহমান রব বলেন, নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষ আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য নানা ধরণের অপকৌশল করেছেন। আমার কোন লোকজনই এ কাজের সাথে জড়িত না। আমি ১৫ বছর মেম্বার ছিলাম এবং বর্তমানে ৫ বছর ধরে চেয়ারম্যান পদে থেকে মানুষের সেবা করে যাচ্ছি। মানুষের ভালবাসাই আমার অস্ত্র। আমার জনসমর্থনের প্রতি ঈর্ষান্বিত হয়ে আমাকে মামলা মোকদ্দমায় আটকানোর জন্য নৌকা মার্কার প্রার্থীর সমর্থক এবং অন্যান্যরা এমনটা করতে পারেন বলে তিনি ধারণা করছেন। এবিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) মো.আল মামুন বলেন, এঘটনায় একটি জিডি হয়েছে। তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘটনের পরে নিয়মিত মামলা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments