বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারংপুরে ছাগলে পাট খেয়েছে ক্ষোভে নিবারণ চন্দ্রকে গলা টিপে হত্যা

রংপুরে ছাগলে পাট খেয়েছে ক্ষোভে নিবারণ চন্দ্রকে গলা টিপে হত্যা

জয়নাল আবেদীন:”ছাগলে পাট খেয়েছে এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাগে ক্ষোভে ছাগলের মালিক নিবারণ চন্দ্রকে গলা টিপে হত্যা করেছে কৃষ্ণচন্দ্র রায় । এই ঘটনা শুক্রবার রংপুরের গঙ্গাচড়া উপজেলার ঠাকুরপাড়া নামক এলাকায় ।গঙ্গাচড়া থানার অফিসার সুশান্ত কুমার জানান উপজেলার খলেয়া ইউনিয়নের ঠাকুর পাড়ায় আকিজ গ্রুপ জমি কিনে তা দেখাশোনার জন্য দায়িত্ব দেন কান্তেশ্বর চন্দ্রের পুত্র কৃষ্ণচন্দ্র রায়কে। তিনি জমিতে পাটসহ বিভিন্ন ধরনের সবজির আবাদ করে দেখাশোনা করেন।এরইমধ্যে শুক্রবার জুম্মার নামাজের আগে ওই জমির পাট গাছ খেয়ে ফেলে পাশের বাড়ির বৃদ্ধ নিবারণ চন্দ্র রায়ের ছাগল। এনিয়ে তখন দুই পরিবারের মধ্যে ব্যাপক কথা কাটাকাটি হয়। নামাজের পর নিবারণ ও তার পুত্র সন্তোষ রায় পাশের দোকানে গেলে কৃঞ্চচন্দ্র ও তার স্ত্রীর কল্পনা রাণীর সাথে তাদের তর্ক বিতর্ক হয়। এসময় কৃষ্ণচন্দ্র ছুরি দিয়ে সন্তোষকে আঘাত করলে পাশে থাকা বাবা নিবারণ তাকে বাঁধা দেয়। এসময় কৃষ্ণ বৃদ্ধ নিবারণকে গলা পিটে ধরলে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতের সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান । এ ঘটনায় পরিবারটির মধ্যে শোকের মাতম বিরাজ করছে। তারা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।পুলিশ জানায়, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।এদিকে এই ঘটনার পর ঘটনাস্থলে যান রংপুর সদর উপজেরা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসরাত সুমি, সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি, স্থানীয় ইউপি চেয়ারমান ও মেম্বার মৃত পরিবারকে সমবেদনা জানান । উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি বলেন দিনে দিনে আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা, সহমর্মিতা, সহযোগিতার মনোভাব যেন শেষ হয়ে যাচ্ছে। সামান্য পাটক্ষেতে ছাগল ঢুকা নিয়ে ঝগড়া অত;পর ঝগড়ার জের একটি জীবনাবসান ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments