বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় নলকুপে উঠছে না পানি, হাহাকার চরমে

সাঁথিয়ায় নলকুপে উঠছে না পানি, হাহাকার চরমে

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়া উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় বেশিরভাগ নলকুপ দিয়ে পানি না ওাায় হহাহকার চরম পর্যায়েয় উঠেছে।। জানা গেছে গ্রীষ্মের তীব্র দাবদাহে ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়াই এর কারণ। কোথাও কোথাও গভীর নলকুপেও পাওয়া যাচ্ছেনা প্রয়োজনীয় পানি। অবস্থা প্রকট হওয়ায় দেখা দিয়েছে তীব্র পানি সংকট। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। পরিবেশ বিশেষজ্ঞদের মতে , জলবায়ুর পরিবর্তনে পরিবেশগত নানা কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে সাধারণত পানির স্তর গড়ে ৪০ থেকে ৭০ ফুট গভীরে থাকে। বেশিরভাগ এলাকায় এস্তরে পৌঁছালেই পানি পাওয়ার কথা। কিন্তু উপজেলার বেশিরভাগ এলাকায় অস্বাভাবিকভাবে নীচে নেমে গেছে পানির স্তর। প্রতি বছর তীব্র তাপদাহে মার্চ থেকে মে মাস পর্যন্ত এ অবস্থা আরোও প্রকট আকার ধারণ করে। বেশিরভাগ এলাকায় অগভীর নলকুপে পানি উঠা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সবচেয়ে কষ্টের সম্মুখীন হয়েছেন উপজেলার পল্লীঅঞ্চলের মানুষেরা। এ উপজেলায় গড়ে প্রতি ১০টি নলকুপের মধ্যে ৮টিই অকেজো হয়ে পড়েছে। উপজেলার গৌরীগ্রাম ইউনিয়ন মধ্যপাড়া গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম মকুল জানান, তার বাড়িতে ৪টি নলকুপের মধ্যে ১টিতে পানি উঠছে তা পরিমানে অনেক কম। মাঝগ্রাম বাজারের মুদি দোকানদার মহরম মন্ডল বলেন, বাজারে একটিই নলকুপ তাতে পানি আগের পরিমানের চেয়ে অনেক কম উঠছে । পানি তুলতে অনেক চেষ্টা হচ্ছে। চকপাট্রা গ্রামের করিম মন্ডল জানান, তার বাড়ির নলকুপে পানি না উঠায় অন্যার নলকুপ থেকে পানি আনতে হচ্ছে। এ গ্রামের ৮০ভাগ নলকুপে পানি উঠছেনা । এলাকার পুকুর ও জলাশয় শুকিয়ে যাওয়ায় উপজেলার বিভিন্ন গ্রামে বিশুদ্ধ পানির জন্য হাহাকার শুরু হয়েছে। এতে খরতাপে হাঁপিয়ে উঠেছে মানুষ ও প্রাণীকূল। সাঁথিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নারগিস আখতার বলেন উপজেলায় গত ২০১৮-১৯ অর্থ বছরে ৩০৮টি, ২০১৯-২০ অর্থ বছরে ৩৪টি তারা নলকুপ দেয়া হয়েছে এবং ২০২০-২১অর্থবছরে ২৬০টি সাবমার্সেল নলকুপ বসানোর কাজ চলছে। সরকারী ভাবে সরবরাহ করা নলকুপে পানি স্বাভাবিক থাকলেও জনসাধারনের বসানো নলকুপে পানি উছে না বলে জানা যায়। উপজেলা নিবার্হী অফিসার এসএম জামাল আহমেদ জানান, বিভিন্ন মাধ্যমে জানা গেছে পানির স্তর নীচে নেমে যাওয়ায় প্রায় ৮০ভাগ নলকুপে পানি উঠছে না। এব্যাপরে জনস্বাস্থ্য প্রকৌশলীকে সরোজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments