শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাপাঁচবিবিতে ইরি-বোরো ধান কাটা মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছে কৃষক ও দিন...

পাঁচবিবিতে ইরি-বোরো ধান কাটা মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছে কৃষক ও দিন মজুর

প্রদীপ অধিকারী: পাঁচবিবি উপজেলার ৮ টি ইউনিয়নে কৃষকের কষ্টার্জিত চাষকৃত ইরিবোরো ধান কাটা মাড়াইয়ে এখন ব্যস্ত সময় অতিবাহিত করছে কৃষক ও দিনমজুররা। সকাল থেকে শুরু করে সন্ধ্যা ও রাত অবদি লাইট জ্বালিয়ে চলছে মেশিনের দ্বারা ধান মাড়াইয়ের শব্দ ও কর্ম ব্যস্ততা। স্থানীয় কৃষকরা জানায় এমনিতে আমন ধানের দাম পেলেও উৎপাদনের লক্ষ মাত্রা অর্জিত হয়নি কৃষকের, বিঘা প্রতি ১৪/১৫ মণ আমন ধান কৃষক ঘরে তোলার আশা করলেও ইঁদুর ও নানা প্রকারের পোকার আক্রমনের কারনে কৃষকের কাঙ্খিত আমন ধান ঘরে তুলতে পারেনি। বিশেষ করে বর্গা চাষীদের আমন ধান চাষ করে ঋণে হাবু-ডুবু খেয়েছে, ফলে আমনের বিশাল ঘাটতি পুরনের লক্ষে কৃষকরা ইরিবোরো ধান চাষের উপর নির্ভরশীল হয়েছে, এবার আবহাওয়া ভাল থাকায় উপজেলার বিভিন্ন মাঠে কৃষকের ইরিধানের আশান্বিত ফলন হয়েছে। কৃষকের সাথে কথা বলে যানা গেলো এবার বিঘাপ্রতি ২২ মণ ধানের ফলন হয়েছে, অনেকেই এর চেয়েও বেশি ফলিয়েছে ফলে কৃষকের মুখে হাসির ঝলক লক্ষ্য করা গেছে। কৃষকরা জানায় মাঠে ধান পেকেছে আকাশ এক চোটা গুমোট ভাব নিয়ে আছে কখন কালবৈশাখী বয়ে যায় বলা যায়না, ফলে বেশী দাম দিয়ে হলেও দিনমজুর দ্বারা তড়িঘরি করে মাঠের পাকা ধান ঘরে তোলা নিয়ে ব্যস্ত সময় পার করছে। স্থানীয় কৃষক দিপঙ্কর জানান দিনমজুররা প্রতি বিঘা ধান কাটা মাড়াইয়ে নিচ্ছে ৩২ শত টাকা এর পর রয়েছে মেশিন ভাড়া, মাঠ হতে বাড়ি পর্যন্ত পরিবহন খরচ। ধরঞ্জী ইউপির শ্রীমন্তপুর গ্রামের কৃষক মাহফুজার আলম বলেন, “অন্যান্য বারের তুলনায় এবার আবহাওয়া একটু ভাল। যদি এরকম থাকে তাহলে ধান কেটে ঘোরে তোলা যাবে।” কৃষক আব্দুর রশিদ বলেন, “কিছু কিছু ক্ষেতের ধানে ব্লাষ্ট পোকায় কিছুটা ক্ষতি হয়েছে। তারপরও বাজারে ধানের ভাল দাম পাওয়া ক্ষতি পুষিয়ে উঠবে। কৃষকরা আরো জানায় স্থানীয় ধান ক্রেতারা প্রতিমণ ধান (জিরা শাইল)আজকের বাজার মূল্যে ধান ক্রয় করছে ৯২০ থেকে ৯৫০ টাকা পর্যন্ত। তবে কৃষকের ধান মাড়ায় বিক্রয় আরো বৃদ্ধি পেলে ও বৈরী আবহাওয়া দেখা দেখা দিলে বর্তমান ধানের বাজার আরো নেমে আসতে পারে বলে কৃষকরা আশঙ্কা করছে। কৃষি অফিস সূত্রে জানা গেছে এবার উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন মাঠে ইরি বোরো চাষ হয়েছে ১৯,৯২৫ হেঃ জমিতে ।”

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments