বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাদিহানের মেডিকেল কলেজে ভর্তির দায়িত্ব নিলেন রংপুরের জেলা প্রশাসক

দিহানের মেডিকেল কলেজে ভর্তির দায়িত্ব নিলেন রংপুরের জেলা প্রশাসক

জয়নাল আবেদীন: মেডিকেল কলেজে চান্স পেয়েও ভর্তি নিয়ে অনিশ্চয়তায় থাকা আমানত আলী দিহানের ভর্তির দায়িত্ব নিয়েছেন জাতির শ্রেষ্ট সন্তানের সন্তান রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান। দুপুরে মেডিকেল কলেজে ভর্তির জন্য দিহানের হাতে ২০ হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক। ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় কুষ্টিয়া মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে দিহান।তবে অভাবের সংসারে তার মেডিকেলে পড়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। অর্থসংকটের কারনে মেডিকেলে ভর্তির অনিশ্চয়তার বিষয়টি জেলা প্রশাসক মোঃ আসিব আহসানের নজরে আসলে তিনি দিহান ও তার পরিবারকে নিজ কার্যালয়ে ডেকে নেন। রংপুর নগরীর আলমনগর এলাকার মোঃ লিয়াকত হোসেনের ছেলে দিহান। সে এ বছর এইচএসসি পরীক্ষায় রংপুর মহানগরীর আরসিসিআই কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তার বাবা গাড়ি চালক হিসেবে কাজ করেন। দিনশেষে যা রোজগার করেন তা দিয়েই চলে সংসার। মেধাবী দিহানের মেডিকেলে ভর্তির দায়িত্ব রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ও ভবিষ্যতেও এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জেলা প্রশাসন সূত্র জানায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments