শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাভূঞাপুরে কুকুরের কামড়ে বৃদ্ধাসহ আহত ৪

ভূঞাপুরে কুকুরের কামড়ে বৃদ্ধাসহ আহত ৪

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে কুকুরের কামড়ে একই গ্রামের ৮৫ বছরের এক বৃদ্ধাসহ আহত হয়েছে ৪ জন। মঙ্গলবার (১১ মে) ভোরে উপজেলার বিরামদী গ্রামে পাগলা কুকুরের আক্রমনে ৮৫ বছর বয়স্ক মহিলাসহ ৪ জনকে কামড়ে আহত করে। আহতরা হলেন- কুলসুম (৮৫), রওশনা রিনা (৫৫), মল্লিকা (২৬), নিবির (৫)। জানা যায়, কুকুরটি ভোর সকালে বাড়ির পিছনে টয়লেটে যাওয়ার সময় কুলসুমকে আক্রমন করে মাটিতে ফেলে দিয়ে তাঁর মুখের মাংস ছিড়ে ফেলে চলে যাওয়ার সময় রাস্তায় দুটি ছাগলসহ আরো তিন জনকে কামড়ায়। সংবাদ পেয়ে এলাকার লোকজন একত্রিত হয়ে কুকুরটির পিছনে ধাওয়া করে এক পর্যায়ে বিরামদী রেল লাইনের উপর চতুরদিক থেকে লোকজন ঘিরে ধরে কুকুরটিকে মেরে ফেলে। আহতদের ভূঞাপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। কুলসুমের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ভূঞাপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এনামুল হক জানান, ৪ জনকে কুকুরে কামড় দেয়ায় ৩জনকে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন নেয়ার পরামর্শ দিয়ে এবং কুলসুমের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উল্লেখ্য, উপজেলার বিভিন্ন বাজারগুলোতে কুকুরের মহড়া দেখা যায়। সাধারণ মানুষ মনে করেন কুকুরের কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য এর একটা ব্যবস্থা নেওয়া দরকার।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments