শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাবিপদের সময় মানুষের পাশে থাকুন: আ.স.ম. ফিরোজ

বিপদের সময় মানুষের পাশে থাকুন: আ.স.ম. ফিরোজ

অতুল পাল: জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ আ.স.ম. ফিরোজ এমপি বলেছেন, করোনার কারণে সাধারন মানুষের রুটি-রুজির সমস্যা হচ্ছে। কেবল স্বচ্ছল ব্যাক্তিরাই ঈদের আনন্দ উপভোগ করবেন না। এই বিপদের সময় প্রতিহিংসা ভুলে সাধারন মানুষের পাশে দাড়ান। তাদেরকেও সাধ্যমত সহায়তা করুন। তাদেরকেও ঈদের খুশি উপভোগ করার সুযোগ করেদিন। তবেই আমরা মানবিক মানুষ হতে পারবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার এই দুর্যোগকালিন সময়ে অস্বচ্ছল এবং দুস্থ মানুষের পাশে দাড়াতে দলীয় নেতাকর্মী এবং স্বচ্ছল ব্যাক্তিদের আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাউফল উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আজ আড়াই হাজার অসহায় এবং দুস্থ পরিবারকে ঈদ উপহার হিসেবে চাউল, ডাল, সেমাই, চিনি, তৈলসহ ১২ প্রকার সামগ্রী দেয়া হচ্ছে। কারণ, প্রধানমন্ত্রী সকলকে নিয়েই ঈদ আনন্দ করতে চান। দেশের কোন মানুষই ঈদ আনন্দ থেকে বঞ্চিত হবেন না। এসময় তিনি করোনা প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য বাউফলবাসির প্রতি জোর হাতে অনুরোধ করেন। আজ মঙ্গলবার বেলা ১১ টায় বাউফল উপজেলা আওয়ামী লীগের কার্যালয় জনতা ভবনে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোশারেফ হোসেন খানের সভাপতিত্বে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক উপেজলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, বাউফল পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, চন্দ্রদ্বীপ ইউপি চেয়ারম্যান এনামুল হক আলকাচ মোল্লা, বাউফল থানার ওসি (তদন্ত) আল মামুনসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এরপর আ.স.ম. ফিরোজ দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তর ও কৃষি অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০টি দুস্থ পরিবারকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে বকনা বাছুর এবং এক কৃষককে ভর্তূকি মূল্যে হারভেস্টার মেশিন বিতরণ করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments