বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাকরোনায় বিপন্ন কর্মহীন মানুষের মাঝে ঈদ উপলক্ষে রংপুর চেম্বারের খাদ্যসামগ্রী বিতরণ

করোনায় বিপন্ন কর্মহীন মানুষের মাঝে ঈদ উপলক্ষে রংপুর চেম্বারের খাদ্যসামগ্রী বিতরণ

জয়নাল আবেদীন: করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া রংপুরের নিম্ন আয়ের মানুষ সহ শ্রমিক, দিনমজুর, বস্তিবাসী, দোকান কর্মচারী, আদিবাসী সম্প্রদায় এবং অসচ্ছল ও দুঃস্থ পরিবারের মাঝে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষ থেকে ১হাজার ৩শ পরিবার মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।রংপুরের বিভিন্ন স্পটে মঙ্গলবার থেকে ঈদের আগের দিন পর্যন্ত পর্যায়ক্রমে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হবে ।এ উপলক্ষে ১১ মে দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার—- মোহাঃ আবদুল আলীম মাহমুদ, বিপিএম এবং রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান এর নিকট ৩শ প্যাকেট খাদ্য সামগ্রী হস্তান্তরের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু ।সুষ্ঠুভাবে খাদ্য সামগ্রী বিতরণের লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ, বিপিএম এর মাধ্যমে ১শ এবং রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান‘র মাধ্যমে ২শ প্যাকেট খাদ্য সামগ্রী এবং বাকী ১হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী রংপুর চেম্বার পরিচালনা পর্ষদের কর্মমর্তা ও পরিচালকবৃন্দ করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া শ্রমিক, দিনমজুর, বস্তিবাসী, দোকান কর্মচারী, আদিবাসী সম্প্রদায় এবং অসচ্ছল ও দুঃস্থ মানুষের মাঝে ঈদের আগের দিন পর্যন্ত পর্যায়ক্রমে বিতরণ করবে।খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল-২ কেজি, আলু- ২ কেজি, লবণ ৫শ গ্রাম, সয়াবিন তেল-৫শ মিলি, ডাল-৫শগ্রাম, সাবান-১টা, মুড়ি ৪শ গ্রাম, প্যাকেট দুধ-৫শ মিলি, লাচ্ছা সেমাই ১ কেজি, চিনি ৫শ গ্রাম, বেকারী বিস্কুট-৪শ গ্রাম ও মিস্টি কুমড়া ১ পিস। করোনা ভাইরাসের কারণে শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়ায় খাদ্য সংকটে পড়েছে নিম্ন আয়ের মানুষ সহ শ্রমিক, দিনমজুর, বস্তিবাসী, দোকান কর্মচারী, আদিবাসী সম্প্রদায় এবং অসচ্ছল, দুঃস্থ ও গরীব লোকজন। রংপুর চেম্বার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করে।ত্রাণ সামাগ্রী বিতরণকালে চেম্বারের পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ রিয়াজ শহিদ শোভন, মোঃ আশরাফুল আলম আল আমিন, অজয় প্রসাদ বাবন, মোঃ আজিজুল ইসলাম মিন্টু, মোঃ আকবর আলী, মোঃ মোতাহার হোসেন মন্ডল মওলা, মোঃ আমজাদ হোসেন চৌধুরী, মোঃ ওবায়দুর রহমান রতন, মোঃ জুলফিকার আজিজ খান ভুট্টু, খেমচাঁদ সোমানী রবি সহ চেম্বারের কর্মকর্তা কর্মচারিগণ ।উল্লেখ্য গত বছরও করোনাকালে রংপুর চেম্বার অব কমার্স কয়েক হাজার দরিদ্র মানুষের হাতে একই পণ্য খাদ্য সামগ্রী তুলে দেন ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments