শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলারংপুরে পাঁচ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রংপুরে পাঁচ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

জয়নাল আবেদীন: রংপুরের আট উপজেলা ৩টি পৌরসভা এবং সিটি করপোরেশন এলাকায় প্রথম রাউন্ডে এবার প্রায় পাঁচ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে পৌরসভা সহ আট উপজেলায় ৩ লাখ ৬৭ হাজার ২শ৪৯ জন এবং রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে ১ লাখ ২৬ হাজার ৯শ০৩ শিশু রয়েছে। এজন্য সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে রংপুর সদর হাসপাতালের সভা কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় এ তথ্য জানান। আগামী ৫ থেকে ১৯ জুন পর্যন্ত জেলার আট উপজেলার প্রতিটি টিকাদান কেন্দ্রসহ বড় হাট-বাজার, বাস স্ট্যান্ড ও রেলওয়ে স্টেশনের অস্থায়ী/ভ্রাম্যমাণ কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে ভিটামিন ‌‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছে সিভিল সার্জন বলেন, প্রতিটি উপজেলার নির্ধারিত, অস্থায়ী ও ভ্রাম্যমাণ টিকা কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সের সকল শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সিটি করপোরেশন এলাকা ব্যাতিত জেলার ১ হাজার ৯৩৫টি কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ৪ হাজার ৭৫৩ জন স্বেচ্ছাসেবী, স্বাস্থ্যকর্মী ও পরিবার পরিকল্পনা কর্মীর মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম পরিচালিত হবে।ক্যাম্পেইনের দিন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর সাথ সাথে মায়েদেরকে শিশুদের পুষ্টি সংক্রান্ত ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে বলেও জানান সিভিল সার্জন হিরম্ব কুমার রায়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সৈয়দ মোহাম্মদ ফরহাদ, ডেপুটি সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা, জেলা পুষ্টি সমন্বয়ক লংকেশ্বর বর্মন, জেলা স্বাস্থ্য তত্তাবধায়ক অরবিন্দু সরকার মোদক প্রমুখ । সংবাদ সম্মেলনে রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়, প্রতি বছর দুইবার ৬ মাস পর পর এই ক্যাম্পেইন হয়ে থাকে। ভিটামিন ‘এ’ শিশুদের অভাবজনিত জটিলতা থেকে রক্ষা, মৃত্যু ঝুঁকি কমানো ও অন্ধত্ব প্রতিরোধে সহায়ক হিসেবে কাজ করছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments