বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় উদ্বোধনের আগেই ৩কোটি টাকার সড়কে ধ্বস: ট্রাক উল্টে বসতবাড়িতে, আহত ৩

সাঁথিয়ায় উদ্বোধনের আগেই ৩কোটি টাকার সড়কে ধ্বস: ট্রাক উল্টে বসতবাড়িতে, আহত ৩

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ায় উপজেলার বনগ্রামে আত্রাইনদীর উপরে ২০২০-২১ অর্থ বছরে ২কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মান করা ব্রিজ ও সংযোগ সড়ক উদ্বোধনের আগেই ধ্বসে পড়েছে। মালবাহী ট্রাক উল্টে বসতবাড়িতে ঢোকায় ঘরে থাকা শিশুসহ দুই নারী আহত হয়েছে। দুটি বাড়ির আসবাবপত্র ভাংচুর হয়েছে। । জানাযায়, বানগ্রামের হাটের যানজট মুক্ত করতে হাটের পূর্ব পাশে মহাসড়কের উত্তরে আত্রাইনদীর উপর চলতি অর্থ বছরে ব্রিজ নির্মান করে এলজিইডি। সোমবার ব্রিজের দক্ষিন পাশের সংযোগ সড়ক ধ্বসে একটি ট্রাক(যার নং পাবনা-ট-১১-০৭১১) উল্টে বসতবাড়ির উপর পড়ে। এসময় বিকট শব্দে বাড়ির মালিক রোমজান আলী শেখ ও মাজেদা খাতুনের বাড়ির চার চালা টিনের ২টি ঘর দুমরে মুচরে যায়। নষ্ট হয় আসবাবপত্র। ঘরে থাকা অসুস্থ মাজেদা খাতুন (৬০) ফেরদৌসী খাতুন (৩৭) ও ফাহিম হোসেন(৮) আহত হয়। এঘটনায় স্থানীয়রা কাজের ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনিয়মের বিরুদ্ধে উত্তেজিত হয়ে উঠে। তাদের দাবি কাজের প্রথম থেকেই তারা ব্রিজ ও সংযোগ সড়ক নির্মানে অনিয়মের অভিযোগ করে আসছিল। সরেজমিন গিয়ে দেখা যায়, ব্রিজের উত্তর পাশে সড়কের পুতে রাখা পিলার ধ্বসে পড়ে গেছে। সড়কের বিভিন্ন স্থানে ধ্বসের সৃষ্টি হয়েছে। প্রকল্প কাজের ঠিকাদারের সাথে বার বার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। সাঁথিয়া উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবুল হাশেমকে ফোনে পাওয়া যায়নি। তিনি সাঁথিয়ায় অতিরিক্ত দায়িত্ব পালন করায় আজ সোমবার অফিসে আসেনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments