বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় ৫০টি গৃহহীন পরিবার পেল নতুন ঠিকানা

সাঁথিয়ায় ৫০টি গৃহহীন পরিবার পেল নতুন ঠিকানা

আব্দুদ দাইন: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা মুজিববর্র্ষে কেউ ভূমিহীন থাকবেনা । এই প্রত্যয়ে পাবনার সাঁথিয়ায় ৫০টি গৃহহীন পরিবার পেল নতুন ঠিকানা। এ উপলক্ষে রোববার (২০ জুন) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ৪৫৯টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে এসব ঘরের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাবনার সাঁথিয়ায় প্রধানমন্ত্রীর পক্ষে প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদের হাত থেকে জমির দলিল ও ঘরের চাবি বুঝে নেন ছিন্নমূল এসব পরিবার। দলিলে জমির মালিকানা স্বামী ও স্ত্রীর যৌথ নামে করে দেয়া হয়েছে। তাদের নামে স্থায়ী দলিলের পাশাপাশি নামজারি করে খাজনা দাখিলাও দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, পৌরমেয়র মাহবুবুল আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্ত ডা. জান্নাতুল ফেরদৌস বৈশাখী ,সাঁথিয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments