শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাপাবনায় ২৪ ঘন্টায় আক্রান্ত ২৯১: আক্রান্ত বা উপসর্গ নিয়ে মানুষ মরছে, সরকারী...

পাবনায় ২৪ ঘন্টায় আক্রান্ত ২৯১: আক্রান্ত বা উপসর্গ নিয়ে মানুষ মরছে, সরকারী ভাবে কোন তথ্য নেই!

কামাল সিদ্দিকী: পাবনায় করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। গেল ২৪ ঘন্টায় জেলায় আক্রান্তর পরিমান ২৯১ জনে এসে দাঁড়িয়েছে। জেলায় বর্তমান আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৮১৮ জন।

বুধবার রাজশাহী বিভাগের মধ্যে পাবনায় আক্রান্ত রেকর্ড ছাড়িয়েছে। পর্যাপ্ত অক্সিজেন ব্যবস্থা সরকারী হাসপাতলে নেই বলে ভূক্তভোগীরা জানিয়েছেন। আক্রান্ত ও উপসর্গ নিয়ে প্রতিদিন মরছে মানুষ সরকারী ভাবে কোন তথ্য নেই। শুধুমাত্র হাসপাতালে ভর্তি হয়ে কেউ মরলে সেই তথ্যটাই বলা হচ্ছে করোনায় মারা গেছে। সরকারি হিসেব মতে, পাবনায় করোনা ভাইরাসের শুরু থেকে বর্তমান পর্যন্ত ২৫ জন মারা গেছে। এদিকে গেল ৭২ ঘন্টায় পাবনা জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়। হাসপাতালেও বাইরেও করোনা আক্রান্ত ও উপসর্গে ৫ মারা গেছে। বুধবার দুপুরে জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রেরিত তথ্যে জানানো হয় ২৯১ জন নুতন করে আক্রান্ত হয়েছে। রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় পাবনার ৫ জনের মৃত্যু হয়েছে। পাবনা সদরে ৫১ জন, ঈশ্বরদীতে ১৫৮ জন, আটঘরিয়ায় ৭ জন. চাটমোহরে ২ জন, ভাঙ্গুড়ায় ৭ জন, ফরিদপুর ১৫, সাঁথিয়ায় ২০, বেড়া ১২ ও সুজানগরে ১৯ জনসহ ২৯১ জন আক্রান্ত হয়েছেন। পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী জানান, গেল ২৪ ঘন্টায় পাবনাতে করোনা ভাইরাস থেকে সুস্থ্য হয়েছেন ৩৪ জন। জেলায় মোট সুস্থ্য রোগীর সংখ্যা ৩ হাজার ৭২৬ জন। সরকারি হাসপাতালে ১৪৭ জন ভর্তি রয়েছে। বাকিরা নিজ নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। তিনি সাধারণ জনগনকে বেশি বেশি সচেতন হওয়ার তাগিদ দেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments