শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাকোরবানির গরু নিয়ে শঙ্কায় লক্ষ্মীপুরের সাড়ে তিন হাজার খামারি

কোরবানির গরু নিয়ে শঙ্কায় লক্ষ্মীপুরের সাড়ে তিন হাজার খামারি

তাবারক হোসেন আজাদ: কোরবানির গরু বিক্রি নিয়ে লক্ষ্মীপুরে শঙ্কা ও দুশ্চিন্তায় রয়েছেন প্রায় সাড়ে তিন হাজার খামারি। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে চলমান লকডাউনে এমন পরিস্থিতিতে পড়েছেন তারা। একই সঙ্গে হাট-বাজার বন্ধ থাকায় বিপাকে পড়েছেন গরু ব্যাপারীরা।

উপজেলার উত্তর চরবংশী গ্রামের খামারি মোঃ রাসেল জানান, ‘ঈদুল আজহাকে সামনে রেখে ২০টি গরু ও ১৫ টি ছাগল খামারে লালন পালন করেছি।

ঈদ পর্যন্ত কঠোর লকডাউন থাকলে গরু ও ছাগল নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হবে।

খোঁজ নিয়ে আরও জানা গেছে, জেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের তথ্য মতে, জেলার রায়পুর ৫ উপজেলার এমন খামারির সংখ্যা রয়েছে প্রায় সাড় তিন হাজার। সবাই এখন শঙ্কিত রয়েছে বলে জানা যায়।

আশেপাশের অন্য খামারিদেরও একই অবস্থা। হতাশা আর দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। কোরবানির ঈদকে ঘিরে আগের বছরের মতো এবার মিলছে না গরু বাজার। লকডাউনের কারণে ব্যাপারী ও খামারিরা হাট-বাজারে গরু নিয়ে যেতে পারছেন না।

কেউ কেউ বাজারে গেলেও ক্রেতা শুন্যতায় অলস সময় পার করছেন। যেখানে এসময়ে অন্য বছরে বেচা-কেনায় ব্যাস্ত সময় পার করতেন তারা। তবে ক্রেতারা বলছেন, এবার দেশি গরু কোরবানি দিবেন। শেষ সময় পর্যন্ত পছন্দের গরু কিনতে মুল্য যাচাই করছেন বলে জানান তারা।

এদিকে, রায়পুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান জানান, ‘ রায়পুরে ৩’শ সহ জেলায় এবার সাড়ে তিন হাজার খামারির প্রায় ৭০ হাজার গরু কোরবানির জন্য প্রস্তুত রয়েছেন।

তবে চলমান লকডাউনে গরু বিক্রি নিয়ে খামারিদের মাঝে শঙ্কা দেখা দিয়েছে। তবে এ শঙ্কা কাটাতে সরকারি-বেসরকারি উদ্যোগে অনলাইন প্লাটফর্মে গরু বেচা-কেনার ব্যবস্থা নেওয়া হয়েছে। ‘ এক্ষেত্রে গণমাধ্যমের সহায়তাও কামনা করেন এ কর্মকর্তা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments