শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাসোনামসজিদে চোরাই মোবাইল ও কালটার বিষসহ আটক ৬

সোনামসজিদে চোরাই মোবাইল ও কালটার বিষসহ আটক ৬

ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবি’র সদস্যরা পৃথক অভিযান চালিয়ে চোরাই ৪০ টি মোবাইল ফোন ও ২০টি ভারতীয় কালটার বিষসহ ৬ জনকে আটক করেছে।

গতকাল শনিবার রাতে সোনামসজিদ এলাকায় পৃথক অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় ২টি মোটরসাইকেল ও ৪০ টি মোবাইল জব্দ করা হয়। মোবাইলসহ আটককৃত মোঃ শাহিন (১৯) হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চকপাড়া মোল্লাটোলা গ্রামের মতিউর রহমানের ছেলে, একই গ্রামের মোজ্জামেল হকের ছেলে মোঃ শামীম হোসেন (২৫), বিষু আলীর ছেলে মোঃ শফিকুল ইসলাম (২৭), মির্জাপুর দৌলতবাড়ি গ্রামের মোঃ মতিউর রহমানের ছেলে মোঃ জুয়েল রানা (২৪), শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে মোঃ শামিম (২৬) এবং অপরজন ভারতীয় ট্রাক চালক শ্রী সদেপ সিংহ ভারতের পশ্চিমবঙ্গ মালদা জেলার ইংলিশবাজার থানার কাঞ্চান্টার গ্রামের পতিরাম সিংহের ছেলে।

৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা জানান, সোনামসজিদ বিওপির এলাকার সীমান্ত পিলার ১৮৫/১-আর হতে ৭’শ বাংলাদেশের অভ্যন্তরে সোনামসজিদ বিওপির প্রবেশ এলাকায় গতকাল শনিবার রাত প্রায় ১১ টায় বিজিবি সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ২ টি মোটরসাইকেলে থাকা ৫জনকে আটক করে।
এসময় তাদের কাছ থেকে ৪০ টি মোবাইল ফোন জব্দ করা হয়। অপরদিকে, সোনামসজিদ বিওপির সীমান্ত পিলার ১৮৫/১৫-এস হতে আনুমানিক ১২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদিঘী গনকবরের পার্শ্বে বিজিবি অপর দল বিশেষ অভিযান চালায়।
এসময় ভারতীয় ট্রাক থেকে ২০টি ভারতীয় কালটার বিষসহ ট্রাক চালককে আটক করে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments