বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাদীর্ঘদিন পর বিদ্যালয় খোলার ঘোষণা থাকলেও, চাপাইতি প্রাঃ বিদ্যালয়ের দরজায় রয়েছে তালা...

দীর্ঘদিন পর বিদ্যালয় খোলার ঘোষণা থাকলেও, চাপাইতি প্রাঃ বিদ্যালয়ের দরজায় রয়েছে তালা !

আহাম্মদ কবির: প্রায় দেড়-দুই বছর পর সরকারের তরফ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেয়ার পর পর সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বরণ করার প্রস্তুতি নিলেও একই উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চাপাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দরজায় রয়েছে মোটা এক্কান তালা।বিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন পর অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে আনন্দ উল্লাসে নিজেদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে এসে তালাবন্ধ দেখে হতাশায় দাঁড়িয়ে আছে শিক্ষককের অপেক্ষায়।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শাহরিয়ার জয় অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে,তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লিখেছেন তা হুবহু তুলে ধরা হল।
আজ ১২,সেপ্টেম্বর স্কুল সম্পূর্ন ভাবে খোলা থাকার ঘোষণা থাকলেও মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চাপাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয় আরও আগ থেকে শিক্ষক উপস্তিত তাকার কথা,কিন্তু, আগে আসবে দূরের কথা সম্পূর্ন ভাবে বিদ্যালয় খোলার ঘোষণার পরেও চাপাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজায় তালা ঝুলছে।বিদ্যালয়ের দরজায় শিক্ষার্থীরা হতাশায় রয়েছে, অতচ স্কুলের শিক্ষক কেউ আসে নাই,স্কুলে ৪ জন শিক্ষক রয়েছে, এখন ১১ঃ৩০ বাজে কোন শিক্ষক এখনও উপস্তিত হয়নি, যদি এইভাবে শিক্ষাপ্রতিষ্ঠান চলতে থাকে ,তাহলে আমাদের ভবিষ্যৎ অকালেই ধ্বংশ হয়ে যাবে,এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ
মাননীয় এম.পি.মন্ত্রী এবং মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আবেদন এই বিষয়ের দিকে যেন লক্ষ করেন।
একই ভাবে একই গ্রামের সুফিয়ান আহমেদ নাহিদ ক্ষোভ প্রকাশ করেন।

এ ব্যাপারে বিদ্যালয়ের এডহক কমিটির দাতা সদস্য মোঃ আবুল কাশেম এর কাছে জানতে চাইলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন প্রায় সাড়ে ১১টা ১২ পর্যন্ত বিদ্যালটি তালাবদ্ধ রয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের দরজায় দাড়িয়ে রয়েছে এরপর একজন শিক্ষক বিদ্যালয়ে এসে পৌছেছে।

এ ব্যাপারে জানতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা প্রমিলা রানী সরকার এর মোবাইল ফোনে একাধিক বার চেষ্টা করলেও ফোনটি বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

ধর্মপাশা উপজেলা শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাশ এর কাজে জানতে চাইলে উনি বলেন বিষয়টি অত্যন্ত নিন্দনীয় এ ব্যাপারে দায়িত্বরত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments