শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাজামালপুরে ৩ ছাত্রী নিখোঁজ: মাদ্রাসা পরিচালকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

জামালপুরে ৩ ছাত্রী নিখোঁজ: মাদ্রাসা পরিচালকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ প্রতিবেদক: জামালপুরের ইসলামপুর উপজেলার একটি আবাসিক মাদ্রাসা থেকে ৩ ছাত্রী নিখোঁজ হয়েছে। তারা ৩ জনই উপজেলার দারুত তাক্বওয়া মহিলা ক্বওমী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় আজ বুধবার নিখোঁজ ছাত্রীদের পরিবার ওই মাদ্রাসার পরিচালকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

এর আগে জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার ৪ শিক্ষককে আটক করেছে পুলিশ। মাদ্রাসার পাঠদান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

গত রবিবার (১২ সেপ্টেম্বর) ভোর রাতে মাদ্রাসা থেকে তারা নিখোঁজ হয়।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো- উপজেলার সরদারপাড়া গ্রামের মাফেজ শেখের মেয়ে মীম আক্তার (৯), গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া মোল্লাপাড়া গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে মনিরা খাতুন (১১) ও সুরুজ্জামানের মেয়ে সূর্য্য ভানু (১০)।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments